মনিরুল হক, কোচবিহারঃ
নদী থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল । ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং ব্লকের ধলপল ১ নং গ্রাম পঞ্চায়েতের রায়ডাক নদীতে ৷ তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। পরে পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে তুফানগঞ্জ থানায় নিয়ে আসে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতার ভাই রবিউল হোসেনে বলেন, “দিদি মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। মাঝে মধ্যেই তিনি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি চলে আসতেন। আজ ভোরে তিনি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসেছিলেন। আমি সেই সময়ে বাইরে ছিলাম ।
আরও পড়ুনঃ লকডাউন ভেঙে শিলিগুড়িতে গ্রেফতার ৭

আরও পড়ুনঃ রায়গঞ্জে করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু
দিদি পিসির বাড়ি যাওয়ার পথে তাঁর সঙ্গে দেখা হয়। দিদিকে পিসির বাড়ি যেতে বারণ করলেও, সে শোনেননি। এরপর পিসির বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। ”
নিখোঁজ হওয়ার প্রায় ১ ঘন্টা পরেই ওই মহিলার মৃতদেহ ভেসে উঠতে দেখতে পান স্থানীয় লোকজন ৷ ধলপল এলাকার রায়ঢাক নদীতে দেখতে পেয়ে পরিবারের লোকজনদের কে খবর দেওয়া হয়। পরে পরিবারের লোকজন ও পুলিশ এসে মৃতদেহটি কে উদ্ধার করে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে থানা সূত্রে খবর পাওয়া যায় । ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584