নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মাঠে লাঙ্গল করার জন্য ট্রাক্টর চালাচ্ছিল ১৪ বছরের কিশোর অভিজিৎ ঘোষ। চালকের ভুলে, ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হয় এক মহিলার। বিজেপি নেতার ছেলের এই কান্ড চাপা দিতে হাজির হয়েছিলেন মন্ডল সভাপতি। সেখানে উত্তেজনাপূর্ণ মন্তব্য করায় গ্রামবাসীদের হাতে গণপ্রহারের শিকার হন মন্ডল সভাপতি সজল মাহাতো।
কোনভাবে অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করে নিয়ে যায় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত কুড়াজুড়িগ্রামে। ওই গ্রামের বাসিন্দা বিজেপি নেতার কিশোর ছেলে অভিজিৎ ঘোষ, এদিন গ্রামের পাশে মাঠে লাঙ্গল করছিল ট্রাক্টর চালিয়ে।
মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় এক মহিলা জাগর বালা মাঝি (৪৮) -কে ট্রাক্টরের একটি অংশ টেনে নেয়। ট্রাক্টরে মহিলার শাড়ি টানা হয়েছে বুঝতে পেরে জোরে ব্রেক করলে ওই মহিলার উপরে ট্রাক্টরটি উল্টে চাপা পড়ে যায়। কোনমতে বেরিয়ে সেখান থেকে পালিয়ে যায় অভিজিৎ।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। এলাকার লোকজন এসে পরিস্থিতি দেখলে উত্তেজনা ছড়ায়। বিজেপি নেতার কিশোর ছেলের অনভ্যস্ত হাতে ট্রাক্টর চালানোর কারণে এই ঘটনা ঘটেছে বলে দাবি করে স্থানীয়রা।
আরও পড়ুনঃ লকডাউনের সকালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল নয়াগ্রামে
উপযুক্ত ক্ষতিপূরণ ও শাস্তির দাবিতে দেহ মাঠেই ফেলে রাখে তারা। বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্য হাজির হয় স্থানীয় বিজেপির উত্তর মন্ডলের সভাপতি সজল মাহাতো।
স্থানীয়দের অভিযোগ, তিনি-বিষয়টি ছোটখাট ব্যাপার বলে উত্তেজনাপূর্ণ মন্তব্য করেন। তারপরই উত্তেজিত পরিবারের লোকজন ও গ্রামবাসীরা গণপ্রহার শুরু করে। সেই মুহূর্তে সেখানে হাজির হয়ে গিয়েছিল শালবনী থানার পুলিশ। তারপর কোনভাবে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584