নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ছেলের সামনে পথ দুর্ঘটনায় মায়ের মৃত্যু ঘটায় যথেষ্ট চাঞ্চল্য ছড়াল এলাকায়। বুধবার সকাল নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের ঘাটাল বিদ্যাসাগর সেতুর উপর। মৃত মহিলার নাম শীতলি ঘোষ। তার বয়স ৫২ বছর। মৃত মহিলার বাড়ি ঘাটাল থানার ইসলামপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায় যে ইসলামপুর গ্রামের বাড়ি থেকে ছেলের মোটর বাইকে চড়ে ঘাটাল শহরে কাজে আসছিলেন তিনি। ঘাটাল শহরে ঢোকার মুখেই ঘাটাল বিদ্যাসাগর সেতুর উপর থাকা মোরামে মোটরবাইক স্লিপ করে যায়। যার ফলে মোটর বাইক থেকে পড়ে যায় শীতলি ঘোষ নামে ওই মহিলা। সেই সময় হাওড়া থেকে আসা একটি বাস তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
ছেলের সামনে মায়ের মৃত্যুর ঘটনায় কার্যত ওই মহিলার ছেলে একেবারেই হতভম্ব হয়ে পড়ে। ওই ঘটনার পর ঘাটাল বিদ্যাসাগর সেতুর উপর বাসটি ফেলে রেখে বাসের চালক ও কর্মীরা পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ঘাটাল থানার পুলিশ। ওই দুর্ঘটনার ফলে পাঁশকুড়া ঘাটাল রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। পুলিশ বাসটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুনঃ বেহাল রাস্তা, মন্দিরবাজারে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের
তবে বাসের চালক পলাতক। ওই ঘটনার খবর ইসলামপুর গ্রামে পৌঁছলে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘাটাল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করে।
আরও পড়ুনঃ তুফানগঞ্জে কালীপুজাের বিসর্জনকে কেন্দ্র করে বিজেপির বুথ সম্পাদককে পিটিয়ে খুন, গ্রেফতার ১
নিজের চোখের সামনে মায়ের মৃত্যু দেখে কার্যত একেবারে বোবা হয়ে যায় তার ছেলে। কোন কিছু বলার মতই তিনি অবস্থায় ছিলেন না। মায়ের মৃত্যুর পর কেঁদেই চলেছেন তিনি। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ঘাটাল শহরের বিদ্যাসাগর সেতু এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584