শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
আচমকাই মধ্যরাতে আবাসনের সামনে প্রচণ্ড জোরে কিছু পড়ার শব্দ। বুধবার রাত দেড়টা নাগাদ কসবা থানা এলাকার বৈকুন্ঠ ঘোষ রোডের একটি বহুতলের সামনের ঘটনা। আওয়াজ শুনে নিরাপত্তারক্ষীরা ছুটে গিয়ে দেখেন, আবাসনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক মহিলা এবং তার শিশুকন্যা।
রাতেই তাঁদের উদ্ধার করে রুবি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জানা গিয়েছে, বৈকুণ্ঠ ঘোষ রোডের এসবিআই স্টাফ রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের ৩ নম্বর বিল্ডিংয়ের ৯ নম্বর ফ্ল্যাটে থাকেন ওই মহিলা।ফ্ল্যাটের মধ্যে মহিলার স্বামী ও শাশুড়িও ছিলেন। কোনও পারিবারিক বিবাদের সন্ধান পায়নি পুলিশ। যে কারণে মহিলা তার শিশুকন্যা সহ আত্মহত্যার চেষ্টা করতে পারেন।
আরও পড়ুনঃ রাতের কলকাতায় রেষারেষি, অ্যাপোলো হাসপাতালের সামনে দুর্ঘটনায় আহত চালক
মহিলা তাঁর শিশুকন্যাকে নিয়ে কীভাবে তিন তলার ব্যালকনি থেকে পড়ে গেলেন, নাকি তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ। তবে প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ। ব্যালকনিতে শিশুটিকে নিয়ে কোন ভাবে ঝুঁকতে গিয়ে পড়ে গিয়ে থাকতে পারেন বলে পুলিশের অনুমান। তিনি সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584