খড়গপুর আই আই টিতে এক শ্রমিকের মৃত্যু

0
85

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

 One worker died in Kharagpur IIT
চিকিৎসাধীন আহত ওয়াই রাজা।নিজস্ব চিত্র
 One worker died in Kharagpur IIT
নিজস্ব চিত্র

খড়গপুর আইআইটিতে গার্ডার ভেঙে এক শ্রমিকের মৃত্যু,গুরুতর অহত আরও এক।ঘটনার প্রকাশ এই যে,
এদিন খড়গপুর আইআইটির গেস্ট হাউসের পিছনে এক গৃহ নির্মানের কাজ চলাকালীন হঠাৎ নির্মিয়মান বাড়ির একটি গার্ডার ভেঙে পড়ে।ঘটনাস্থলেই মৃত্যু হয় উত্তর প্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা মুন্না গুপ্তা নামে এক শ্রমিকের।একই ঘটনায় গুরুতর আহত বর্তমানে হয়ে চিকিৎসাধীন ওয়াই রাজা নামে আরও এক শ্রমিক।বর্তমানে সে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

 One worker died in Kharagpur IIT
কর্তৃপক্ষের বিরুদ্ধে সোচ্চার কর্মী দেবাশীষ চৌধুরী।নিজস্ব চিত্র

এই ঘটনায় কর্তৃপক্ষের অপদার্থতার দিকেই আঙ্গুল তুলেছেন আইআইটির কর্মীরা।তাদের অভিযোগ এই যে কর্তৃপক্ষের উদাসীনতা এবং বিশৃঙ্খলতার ফসল এই দুর্ঘটনা।কাজের সময়ের কর্মীদের নিরাপত্তা দেখার কোন দায়িত্বই পালন করেন না কর্তৃপক্ষ।

 One worker died in Kharagpur IIT
জওহরলাল পাল,যৌথ কমিটির আহ্বায়ক।নিজস্ব চিত্র

আরও পড়ুন: অত্যাধুনিক রেনগার্ডের সুফলে উচ্ছ্বসিত কৃষক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here