নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
সাগরদিঘীতে আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতী কে গ্রেফতার করা হল । তার কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি ৭ এম এম পিস্তল ও ১০ রাউন্ড তাজা কার্তুজ। ধৃতের নাম বিষ্ণু নন্দী। বীরভূমের নলহাটি থানা এলাকায় বাড়ি ওই দুষ্কৃতীর।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ঐ দুষ্কৃতী মোটর বাইকে করে এসে সাগরদিঘীর পেট্রল পাম্পে তান্ডব চালায়।
সাগরদিঘী থানার পুলিশ রাতে টহল দেওয়ার সময় পাম্প কর্তৃপক্ষের তরফে খবর পেয়ে পিছু ধাওয়া করে গ্রেফতার করে অভিযুক্তকে ৷ উদ্ধার করা হয় কার্তুজ-সহ আগ্নেয়াস্ত্র।
আরও পড়ুনঃ সামাজিক অবস্থানে ভারতীয় মহিলাদের লকডাউন পিছিয়ে দিল কয়েক দশক, মত বিশেষজ্ঞদের
ধৃত দুষ্কৃতী কে আজ আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তদন্তের জন্য তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলেও জানা গেছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584