উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। মঙ্গলবার দুপুর ১২টা ১৩ মিনিট নাগাদ এসপ্লানেড মেট্রো স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বছর বাইশর এক যুবক। এই ঘটনার পর পাওয়ার ব্লক করে উদ্ধারের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল মেট্রো পরিষেবা।
তবে সেই সময়টুকু ময়দান থেকে কবি সুভাষ ও সেন্ট্রাল থেকে নোয়াপাড়া পর্যন্ত আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল করেছে। এখন রেল পরিষেবা স্বাভাবিক হয়েছে।আহত ওই যুবকের নাম সন্দীপ কর্মকার। হুগলির চণ্ডীতলার বাসিন্দা। বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে গুরুতর আহত এই যুবককে৷
আরও পড়ুনঃ এবার মিসড কল দিলেই মিলবে ট্যাক্সি! ঝক্কি কমাতে ব্যবস্থা বিধাননগর পুলিশের
জানা গেছে, ওই যুবকের শরীরে একাধিক স্থানে ক্ষত হয়েছে। মেট্রো রেল সূত্রে খবর, এসপ্লানেড মেট্রো স্টেশনে আপ লাইনে একটি ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করছিল। ঠিক সেই সময়েই ওই যুবক চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয়। মোটর ম্যান তৎপরতার সঙ্গে ব্রেক কষেন। মেট্রো থেমে যায়। তারপর পাওয়ার ব্লক করে উদ্ধার করা হয় যুবককে। বারোটা পয়তাল্লিশ নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।লকডাউনে মেট্রো পরিষেবা বন্ধ ছিল।
আনলক ফেজে তা শুরুর একমাস কাটতে না কাটতেই মেট্রোতে আত্মহত্যার চেষ্টার ঘটনা। এর পূর্বে অক্টোবরে বেলগাছিয়া স্টেশনে ডাউন লাইনে মেট্রোর সামনে বছর চব্বিশের এক যুবতি ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584