নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার এক্তেশ্বরে দ্বারকেশ্বর নদীর ঘাটে। মৃত যুবকের নাম রাজীব দেওঘরিয়া। বয়স ২৫ বছর।
সকাল হতেই স্থানীয় বাসিন্দাদের নজরে আসে নদীর ঘাটে একটি যুবক মৃত অবস্থায় পড়ে রয়েছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাস্থলে এলাকাবাসীরা ভিড় জমান। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ।
আরও পড়ুনঃ বোনের বাড়ি ছুটি কাটাতে এসে জলে ডুবে মৃত্যু
সাথে অতিরিক্ত পুলিশ সুপার বিবেক বর্মা ও ডিএসপি আইনশৃঙ্খলা বিশ্বজিৎ নস্কর। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
আরও পড়ুনঃ গঙ্গারামপুরে তৃণমূল – নকশাল শ্রমিক সংগঠনের সংঘর্ষ, আহত দুই
শ্যামসুন্দর দেওঘরিয়া নামে মৃত যুবকের এক আত্মীয় দাবি করেন তাকে খুন করা হয়েছে। তিনি পুলিশের কাছে আবেদন করেন এই ঘটনার সঠিক তদন্ত করার জন্য। তবে ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন, পাশাপাশি কুকুর নিয়ে এসে শুরু হয়েছে তদন্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584