নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পে বছরের প্রথম দিনে বেড়াতে এসে বাইসনের হামলায় নিহত স্কুটি আরোহী যুবক। বক্সার জঙ্গলের বালা নদী সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।
রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী যাওয়ার রাস্তায় বালা নদীর ব্রিজের কাছে প্রসেনজিৎ রায় (২১) নামে এক যুবক দুর্ঘটনার কবলে পড়ে। বাড়ি আলিপুরদুয়ার লাগোয়া খোল্টা গ্রামে।
বর্ষবরণের প্রথম দিন স্কুটি চালিয়ে রাজাভাতখাওয়া থেকে জয়ন্তীর দিকে যাচ্ছিল প্রসেনজিৎ৷ আচমকাই দ্রুত গতিতে চলতে থাকা স্কুটির সামনে চলে আসে একটি বাইসন।
সজোরে ধাক্কা লাগে রাস্তা পারাপার করতে থাকা বাইসনটির সাথে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে প্রসেনজিৎ । পথ চলতি অন্যান্যরা তাকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুনঃ হরিহরপাড়ায় ব্যবহারের আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাঙ্কি
আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে আসা হলে যুবককে মৃত বলে ঘোষণা করা হয়।বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত বলেন, “দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584