নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের গয়াগঙ্গার ধতিঝোলা ক্যানেলে তলিয়ে গেল এক ব্যক্তি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ওই ব্যক্তির নাম জিতেন্দ্রর রাম(৩৭)।

সে গয়াগঙ্গার হনুমান মন্দির এলাকার বাসিন্দা।জানা গিয়েছে যে এদিন ওই ব্যক্তি ক্যানেলে মাছ ধরতে গিয়েছিল। এরপর আচমকাই পা পিছলে জলে পড়ে যায়।

সেই সময় বেশ কয়েকজন মাছ ধরছিল। এরপর ওই ব্যক্তিকে খুঁজতে তারাও ঝাঁপ দেয় ৷ কিন্তু খুঁজে না পাওয়ায় স্থানীয়রা খবর দেয় পুলিশকে।
আরও পড়ুনঃ ইসলামপুরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। পুলিশ খোঁজাখুঁজি করার পরেও না খুঁজে পাওয়ায় অবশেষে খবর দেওয়া হয় ডুবরিকে।
তবে স্থানীয়দের অভিযোগ যে প্রায় কয়েক ঘন্টা কেটে গেলেও প্রশাসন এখন পর্যন্ত কোন উদ্যোগ নেয়নি তলিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে বার করতে ৷ অপরদিকে এখনও পর্যন্ত খোঁজ চালাচ্ছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584