নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বর্ষার ভরা নদী সাঁতরে পার হতে গিয়ে গভীর জলে তলিয়ে গিয়েছে এক যুবক। বুধবার সন্ধ্যা পর্যন্ত নদীতে স্পীড বোট নামিয়ে তল্লাশি চালিয়েও ওই যুবকের কোন খোঁজ পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ইটাহার থানার মারনাই অঞ্চলের কাশিমপুর এলাকায়।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, মারনাই অঞ্চলের কাশিমপুর এলাকার যুবক বাহাদুর আলম এক আত্মীয়ের সাথে সুই নদী সাঁতার কেটে পার হচ্ছিল। তার আত্মীয় পাড়ে এসে উঠলেও বাহাদুর মাঝ নদীতে তলিয়ে যায়। তার এক হাতে মাছ ধরার জাল ছিল। কীভাবে সে নদীতে তলিয়ে গেল তা বোঝা যাচ্ছে না।
আরও পড়ুনঃ চাকরি খোয়ানো ১০ হাজার শিক্ষককে সাফাই কর্মী-মালি-রাঁধুনির কাজ দিতে চায় ত্রিপুরা সরকার
এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নদীর দুই ধারে প্রচুর মানুষ জমায়েত করে। ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল৷ নদীতে স্পীড বোট নামিয়ে বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরা তল্লাশি চালিয়েও গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584