হরষিত সিংহ, মালদহঃ
আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করল মালদহের ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার গভীর রাতে ইংরেজবাজার শহর সংলগ্ন বাধাপুকুর এলাকা থেকে ধৃতকে গ্রেফতার করা হয়। সোমবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে ইংরেজবাজার থানার পুলিশ হানা দেয় বাধাপুকুর এলাকায়।ওই এলাকায় দীর্ঘক্ষণ ধরে ঘোরাঘুরি করছিল এক যুবক। সন্দেহ হওয়ায় পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে, তাতেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। এরপর পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম নবরঞ্জন মন্ডল(২৮)। বাড়ি ইংরেজবাজারের জাহাজ ফিল্ড এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি নাইন এমএম পিস্তল ও এক রাউন্ড কার্তুজ।
পুলিশের প্রাথমিক অনুমান এলাকায় ডাকাতি বা ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল ওই ধৃত । সোমবার তাকে মালদহ জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।
আরও পড়ুনঃ জমি বিবাদের জেরে রক্তাক্ত দুই পরিবারের সাত সদস্য
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584