মহিলাদের হেনস্থার প্রতিবাদ করায় আক্রান্ত যুবক

0
48

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনা:

One youth injured for women harassment
অরুন বিশ্বাস নিজস্ব চিত্র

মেয়েদের হেনস্থার প্রতিবাদ করায় আক্রান্ত বন্ধু।আক্রান্তের নাম অরুন বিশ্বাস (২৮)৷ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার কল্যাণপুর ত্রিপুরানগর এলাকায়৷অভিযোগের তীর খেয়ালী সংঘ নামে একটি ক্লাবের কিছু সদস্যদের বিরুদ্ধে ৷পাপ্পু বিশ্বাস,দীপু বিশ্বাস ও আরো কয়েকজনের বিরুদ্ধে মারধোরের অভিযোগও উঠলো।

One youth injured for women harassment
প্রতিবেশী নিজস্ব চিত্র
One youth injured for women harassment
সন্তু বিশ্বাস(মৃতের ভাই) নিজস্ব চিত্র

১৪ই ফেব্রুয়ারী বাড়িতে আসা দুটি মেয়েকে জোর করে ধরে নিয়ে ক্লাবে আটকে রাখা হয়।সেই সময় বাড়িতে ছিলেননা অরুণ বিশ্বাস।তিনি খবর পেয়ে বাড়িতে এসে এর প্রতিবাদ জানালে তাকে জোর করে ইলেকট্রিক পোস্টের সাথে দড়ি দিয়ে বেঁধে তাকে মারধোর করা হয়।শুধু মারধোর করা নয়,জোর করে বিষ খাওয়ানোও হয় বলে অভিযোগ।মুক্তিপণ হিসেবে চল্লিশ হাজার টাকাও চাওয়া হয়।

আরও পড়ুনঃ ঋণ না নিয়েও ব্যাঙ্কের নোটিস,বিক্ষোভ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর

One youth injured for women harassment
নিজস্ব চিত্র

পরিবারের লোক প্রতিবাদ করলে তাদের সবাইকে বিষ খাইয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয় ৷১৪ তারিখ রাতেই অসুস্থ অবস্থায় অরুণকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়।গতকাল তার মৃত্যু হয়।ক্লাবের মধ্যে অসামাজিক কাজকর্ম চলে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ।রাত হলেই মদ,জুয়া, সাট্টার আসর বসে বলে জানিয়েছেন এলাকার মহিলারা ৷

One youth injured for women harassment
মৃতদেহ নিজস্ব চিত্র

শুধু তাই নয় সন্ধে নামলেই বহিরাগতদের আনাগোনাও শুরু হয়।গতকাল রাতেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।৩০২,৩০৬,৩৪১ ও ৩২৫ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here