নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
মোবাইল চোরকে ধরতে গিয়ে ছুরিকাহত হলেন এক যুবক।স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হাত থেকে মোবাইল ছিনতাই করে পালাতে গেলে একজনকে ধরে ফেলে ওই যুবক। যুবকের হাত থেকে মোবাইল চোর ছাড়া পেতে ছুরি চালিয়ে দেয় ওই যুবকের শরীরে।
ছুরির আঘাতে হাতে ও পেটে আঘাত লাগে মোবাইল মালিক ওই যুবকের। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের উত্তর দেওগাঁও এলাকায়। আহত মোবাইল মালিকের নাম প্রসেনজিৎ বর্মন। পেশায় দর্জির কাজ করেন তিনি।
আহত যুবক প্রসেনজিৎ জানায়, গত রাতে কাজ শেষে বাড়ি ফেরার সময় রাস্তায় তিনজন অপরিচিত যুবক একটি বাইকে এসে কোনো এক ব্যক্তির ঠিকানা জানতে চায়।এমন সময় আচমকা একজন হাত থেকে মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করে।
আরও পড়ুনঃ ভোররাতে পুলিশের হানা, জলঙ্গীতে আটক ঘিরে চাঞ্চল্য
সাথে সাথে একজনকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকলে ছুরি দিয়ে আক্রমণ করা হয় তাকে । চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসতে দেখে দুই জন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে আটক করা হয়। উত্তেজিত জনতা ওই মোবাইল চোরকে ধরে গণধোলাই দেয় বলে খবর।
খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ এসে ওই মোবাইল চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানা গিয়েছে।পরিবার সূত্রে খবর, মাদারিহাট থানার শিশুবাড়ির বাসিন্দা হামিদ হক নামে ওই মোবাইল চোরের নামে ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করেন প্রসেনজিতের বাবা প্রকাশ বর্মন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584