পুলিশি নিরাপত্তায় সুফল বাংলায় পেঁয়াজ বিক্রি বোলপুরে

0
56

পিয়ালী দাস, বীরভূমঃ

সরকারি নির্দেশে সোমবার থেকে সুফল বাংলা স্টল বিক্রি শুরু হয়েছিল মহার্ঘ পেঁয়াজ কিন্তু কিছু সময় পরেই বেঁধে যায় গন্ডগোল আচমকাই স্টলের কর্মীরা দেখতে পান কুড়ি কেজি চুরি গেছে মাথায় হাত কর্মীদের, একে মহামূল্যবান পেঁয়াজ তার ওপর সরকারকে হিসাব দেওয়ার ব্যাপার পেঁয়াজ চুরির খবর চাউর হতেই নড়েচড়ে বসে বোলপুর থানার পুলিশ, মঙ্গলবার থেকে বীরভূমের বোলপুর সুফল বাংলা স্টল পুলিশি প্রহরায় শুরু হলো পেঁয়াজ বিক্রি।

পুলিশ প্রহারা। নিজস্ব চিত্র

রাজ্য সরকারের নির্দেশে সাধারণ মানুষকে মাত্র ৫৯ টাকা কেজি হিসেবে নিত্যপ্রয়োজনীয় ক্ষুধা নিবারণের জন্য পেঁয়াজ বিলি শুরু হয়েছিল সোমবার থেকে। মঙ্গলবার সকালে বোলপুরের সুফল বাংলা স্টল এর সামনে গিয়ে দেখা গেল পেঁয়াজ কেনার জন্য দীর্ঘক্ষন ধরে প্রতীক্ষা করে আছে বহু মানুষ। সকাল দশটায় সুফাল বাংলা স্টলের দরজা খুলতেই ভীড় উপচে পড়ে কেনার জন্য। ভিড় সামাল দিতে বোলপুর থানা থেকে ৬ জন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয় সুফল বাংলা স্টলের সামনে। লাগামহীন পেঁয়াজের দাম মানুষকে কোণঠাসা করে দিয়েছে কারণ পেঁয়াজ ছাড়া কোনভাবেই কোন কিছু ভাল রান্না সম্ভব না। এমনটাই দাবি ক্রেতা বাসুদেব দালালের, তিনি বলেন চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে দৈনন্দিন জীবনে মানুষের নিত্য প্রয়োজনীয় সামান্য খাবার সেটাও এই নক্কারজনক ভাবে লাইন দিয়ে কিনতে হচ্ছে অত্যন্ত লজ্জাজনক কেন কেন্দ্রীয় সরকার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না তার সদুত্তর সাধারণ মানুষ চাইছে।

পেঁয়াজ কিনতে লাইন। নিজস্ব চিত্র

কাজকর্ম বাদ দিয়ে এইভাবে লাইনে দাঁড়িয়ে সামান্য এক কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে বলে দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পেঁয়াজ কিনতে আসা ব্যবসায়ী বাপি দাস জানান, কেন্দ্রীয় সরকারের জ্ঞানহীন নীতির জন্য সাধারণ মানুষের পেটে আগুন লেগেছে গরিব মানুষ যারা পান্তা ভাত পেঁয়াজ দিয়ে খায় তাদের পক্ষে আজ পেঁয়াজ পোস্ত কিছুই খাওয়া সম্ভব হচ্ছে না আসলে উনারা তো ঠাণ্ডা ঘরে বসে সহজেই এই ধরনের খাবার গুলো পেয়ে থাকেন তাই গরীবদের পেটের যন্ত্রণা বুঝতে অক্ষম। বোলপুর থানার পুলিশ সূত্রে খবর সোমবার সুফল বাংলা স্টল থেকে পেঁয়াজ চুরি যায় বলে খবর আসে তাই মঙ্গলবার থেকে স্টলের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে সুষ্ঠুভাবে ক্রেতারা পেঁয়াজ কিনতে পারে এবং দুষ্কৃতীরা ভিড়ের সুযোগ নিয়ে কোনভাবেই যাতে পেয়াঁজ চুরি করতে না পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here