নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা আবহের মধ্যেই সম্প্রতি প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল। অগাস্ট মাস থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। সেই মতো আগামীকাল অর্থাৎ ১০ অগাস্ট সোমবার থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, রাজ্যের উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকা কঠোরভাবে পালন করে অনলাইনে বি.এ, বি.এসসি, বি.কম (অনার্স বা জেনারেল বা মেজর), বি.এমউএস (অনার্স বা জেনারেল) এবং বি.বি.এ (অনার্স) কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। সেই ভর্তির পুরো প্রক্রিয়াই অনলাইনে করতে হবে বলে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ বেলেঘাটা আইডি, এমআরবাঙুর হাসপাতালে ‘অক্সিজেন প্ল্যান্ট’ বসাতে চলেছে রাজ্য সরকার
চলতি বছরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে ভর্তির অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামীকাল (১০ অগাস্ট) থেকে। আগামী ২৮ অগাস্টের মধ্যে মেধাতালিকা প্রকাশিত হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে পুরো ভর্তির প্রক্রিয়া শেষ হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584