আবেদন প্রক্রিয়া শুরু আগস্টে, ভর্তি চলবে সেপ্টেম্বর পর্যন্তঃ কলকাতা বিশ্ববিদ্যালয়

0
50

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা আবহের মধ্যেই প্রকাশিত হয়েছে ২০২০ সালের উচ্চমাধ্যমিকের রেজাল্ট। তবে উত্তীর্ণরা কবে কলেজে ভর্তি হতে পারবে সে বিষয়ে ছিল অনিশ্চয়তা। দীর্ঘ প্রতীক্ষার পর স্নাতক পর্যায়ে ভর্তির প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা কাটল। জানিয়ে দেওয়া হল, আগামী ১০ আগস্ট থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

Calcutta University | newsfront.co
প্রতীকী চিত্র

শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, রাজ্যের উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকা কঠোরভাবে পালন করে অনলাইনে বি.এ, বি.এসসি, বি.কম (অনার্স বা জেনারেল বা মেজর), বি.এমউএস (অনার্স বা জেনারেল) এবং বি.বি.এ (অনার্স) কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। সেই ভর্তির পুরো প্রক্রিয়াই অনলাইনে করতে হবে বলে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ মাধ্যমিকের রিভিউ, স্ক্রুটিনি নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের

নির্দেশিকায় বলা হয়েছে, কলেজগুলিতে অনলাইনে আবেদন শুরু হবে ১০ আগস্ট। মেধাতালিকা প্রকাশ করতে হবে আগামী ২৮ আগস্টের মধ্যে। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু করতে হবে ভর্তি প্রক্রিয়া। পুরো ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here