শ্যামল রায়, নদীয়াঃ
করোনা ভাইরাস মোকাবিলায় লকডাউনের বৃহস্পতিবার চতুর্থ দিন। করোনা মোকাবিলায় রাজ্য উচ্চ শিক্ষা দফতরের নির্দেশিকা মেনে শান্তিপুর কলেজ এই মুহূর্তে বন্ধ থাকায়, কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপকরা গুগোল ক্লাসরুম স্কাইপ অ্যাপ ও জুম অ্যাপ এর মাধ্যমে অনলাইন ইন্টারেক্টিভ ক্লাস শুরু করছেন।
গুগল ক্লাসরুমে নিয়মিত স্টাডি মেটেরিয়াল আপলোড করা হচ্ছে বলে জানা গিয়েছে। তাছাড়া ছাত্রছাত্রীদের গ্রুপ করে ফোন মারফত কনফারেন্স ক্লাস নেওয়া শুরু হচ্ছে । ডিপার্টমেন্টাল হোয়াটসঅ্যাপ গ্রুপেও সিলেবাস সম্পর্কিত প্রয়োজনীয় পিডিএফ/ ইমেজ ফাইল শেয়ার করা হচ্ছে।
আরও পড়ুনঃ ভাইরাসের আতঙ্ক মেটাতে ঢাক বাজিয়ে সর্তকতামূলক প্রচার কালিয়াগঞ্জ পুরসভার
ইংরেজি বিভাগের সমস্ত পড়ুয়াদের মধ্যে এবিষয়ে ব্যাপক উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, এমনটাই জানাচ্ছেন বিভাগের অধ্যাপকরা। এ রকম উদ্যোগ এমন আপতকালীন সময়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার চর্চায় শিথিলতা না এনে দৃঢ়তর করবে, এমনই আশা রাখেন অধ্যাপক ডঃঅনির্বাণ ভট্টাচার্য ও অধ্যাপক সঞ্জয় দেবনাথ।
ইংরেজি বিভাগের পক্ষ থেকে সকলকে ঘরে থাকার ও স্বাস্থ্যবিধি পালনের অঙ্গীকার ও আর্জি জানানো হয়। অধ্যক্ষ ডঃ চন্দ্রিমা ভট্টাচার্য এ উদ্যোগের বিশেষ পৃষ্ঠপোষকতা করেন ও পাশে দাঁড়ান।
গুগল ক্লাসরুমে ইতিমধ্যেই ৩৫ জন ছাত্রছাত্রী নিজেদের নাম রেজিস্টার করেছেন। অন্যরাও তৎপর হচ্ছেন।চতুর্থ সেমেস্টার এর সুচিত্রা দাস, সপ্তনীল অধিকারী, অমৃতা সমাদ্দার, সুস্মিতা দাস এরা এই ধরনের ক্লাসে বিশেষ উৎসাহী ও উদ্যোগী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584