নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
করোনার প্রকোপে বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল খুলবে ১০ জুন। ফলে নতুন শিক্ষাবর্ষে বেশ ভাল রকমের ক্ষতির মুখ দেখল ছাত্রছাত্রীরা।
তবে, এই ক্ষতি এড়াতে বেশ কিছু স্কুল এবং কলেজে শুরু হয়েছে অনলাইন ক্লাস। যার মধ্যে অন্যতম ‘হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন, দক্ষিণেশ্বর’। বলা ভাল, অনলাইন ক্লাসে নজির গড়েছে মা ভবতারিণী মন্দিরের কোলে গড়ে ওঠা এই কলেজ।
কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের অধ্যাপক তথা এনএএসি কোঅর্ডিনেটর প্রদীপ্ত মুখোপাধ্যায় নিউজ ফ্রন্ট বাংলাকে জানান- “১৯ মার্চ থেকে টানা অনলাইন ক্লাস চলছে। কলেজ ওয়েবসাইটে অ্যাকাডেমিক রিসোর্স ব্যাঙ্ক রয়েছে।
আরও পড়ুনঃ জমায়েত রুখতে কলকাতার রাস্তায় ‘কমব্যাট ফোর্স’
ডিপার্টমেন্ট অনুযায়ী সেখানে ম্যাটেরিয়ালস দেওয়া রয়েছে। শুধু তাই নয়, অনলাইন ক্লাসের রুটিনও করা হয়েছে। মজার কথা হল, অনার্স স্টুডেন্টদের উপস্থিতি নর্মাল ক্লাসের থেকেও বেশি অনলাইন ক্লাসে।”
প্রসঙ্গত, দক্ষিণেশ্বর অঞ্চলের নিরিবিলি পরিবেশে গড়ে ওঠা এই কলেজের লেখাপড়ার মান বরাবরই উন্নত। আজও তার ধারাবাহিকতা বহাল। এ ব্যাপারে সাধুবাদ জানাতেই হয় কলেজের অধ্যক্ষা ডঃ সোমা ঘোষ’কে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584