কলকাতা থেকে সারা বিশ্বের সব দুর্গাপুজোর পরিক্রমা বাড়িতে বসে এক ক্লিকেই

0
46

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজো করার উদ্যোগ নেওয়া হলেও এবারের দুর্গাপুজোয় যে অনেকেই বাইরে বেরোবেন না, তা এক প্রকার নিশ্চিত। বিশেষ করে শিশু ও প্রবীণরা না চাইলেও তাদের কাটাতে হবে এক প্রকার নিশ্চিত হয়েই।

Durgapujo | newsfront.co
ফাইল চিত্র

কিন্তু বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে থাকা পুজোগুলিকে কি এবার একেবারেই চাক্ষুষ করতে পারবেন না সাধারণ মানুষ? এই ভাবনা থেকেই কলকাতা শহর থেকে সারা বিশ্বের পুজো পরিক্রমা এক ক্লিকে সকলের চোখের সামনে এনে আনতে অভিনব উদ্যোগ নিল www.durgafest.com.

“দুর্গাফেস্ট ডটকম” ভার্চুয়াল পোর্টাল এবং হিডকোর যৌথ উদ্যোগে এবার কলকাতা সহ সমগ্র বিশ্বের দুর্গাপুজো ঘরে বসে দেখা যাবে মাউসের এক ক্লিকে। পুজোর আরতি থেকে অষ্টমীর অঞ্জলি, বোধন থেকে সন্ধি পুজো সবই সরাসরি নিয়ে আসবে এই পোর্টাল ।

আরও পড়ুনঃ ফের নিম্নচাপের জেরে কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস

সমস্ত পুজো কমিটি তাদের ইতিহাস এবং পুজোর ভিডিও আপলোড করতে পারবেন পেজে। অসংখ্য উৎসবমুখর মানুষকে করোনা অতিমারী এবং আমফানের বিপর্যয়ের জেরে মানসিক ভাবে ভেঙে পড়া থেকে বাঁচাতে অনেকটাই অক্সিজেন জোগাবে।

উদ্যোক্তাদের দাবি, “এটি একমাত্র পুজো পোর্টাল যা শুধু করোনা গাইডলাইন মেনে পুজোই দেখাবে না , সঙ্গে কোভিড ১৯-এর সব নিয়ম মেনে পুজো করা কমিটিকে পুরস্কৃতও করবে।”

আরও পড়ুনঃ বাড়ল কলেজগুলিতে স্নাতকস্তরে ভর্তির সময়সীমা

হিডকো চেয়ারম্যান দেবাশীষ সেন জানান, “বর্তমান পরিস্থিতিতে এই উদ্যোগ আলাদা মাত্রা পাবে। দুর্গাপুজোর মত অনুষ্ঠানকে আমরা ঘরে বসেই বিশ্বের কাছে পৌঁছে দিতে পারব। করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে ভার্চুয়াল ঠাকুর দেখার উদ্যোগটা আশা করি মানুষের মধ্যে জনপ্রিয়তা হবে।”

আর এভাবেই বাগবাজারের সাবেকি প্রতিমা বা ঐতিহ্যের শোভাবাজারের রাজবাড়ি, সানফ্রান্সিসকো, নিউজিল্যান্ড-জাপান থেকে -বাংলাদেশে দেবীর আরাধনা, এক ক্লিকেই সবকিছু ভেসে উঠবে চোখের সামনে।

বিশ্বে প্রথমবার সব জায়গার দুর্গাপুজোর সংরক্ষণের জন্য এত বড়ো ডিজিটাল আর্কাইভ তৈরি হচ্ছে। এমনটাই দাবি Durgafest.com এর। মলমাস থেকেই সমস্ত পুজোর খুঁটিপুজো থেকে বনেদি বাড়ির সিঁদুর খেলা সব দেখা যাবে এই ওয়েবসাইটে। এখানেই শেষ নয়, ঘরে বসে ভোট দিতে পারবেন আপনার প্রিয় পুজোকেও। তাই আর চিন্তা নেই ঠাকুর দেখতে যেতে পারুন না পারুন, খোদ মা দুর্গা সপরিবারে অনলাইনে হাজির আপনার সামনে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here