ইটাহারের মেঘনাথ কলেজে শুরু অনলাইন অনার্সের ক্লাস

0
58

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

করোনা আতঙ্কের জেরে সারা দেশে যখন সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার সিধান্ত হয়েছে, তখন ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এগিয়ে এলেন উত্তর দিনাজপুরের ইটাহারের ডাঃ মেঘনাথ সাহা কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা। শনিবার থেকে কলেজের ১১টি অনার্সের বিষয়ের ক্লাস চালু করা হয়েছে অনলাইনের মাধ্যমে। এর ফলে লকডাউনের সময় নিরাপদ দূরত্ব বজায় রেখেই বাড়ি থেকে ক্লাস করতে পারছেন কলেজের ছাত্রছাত্রীরা। এজন্য কলেজ কতৃর্পক্ষ চালু করেছে ই-ক্লাসরুম।

collage |newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ যাদবপুরবাসীদের পাশে সাংসদ মিমি

কলেজের ছাত্রছাত্রীরা ইউজার আইডি দিয়ে কলেজের নিজস্ব সাইটে গিয়ে লগইন করে ক্লাস করার সুবিধা পাচ্ছেন। কলেজের অধ্যক্ষ মুকুন্দ মিত্র জানিয়েছেন, এই পোর্টালে ক্লাস নোট, স্টাডি মেটিরিয়ালস আপলোড করা থাকবে। ছাত্রছাত্রীদের এই পাঠ্য বিষয়ে কোন প্রশ্ন থাকলে, নির্ধারিত বিষয়ের শিক্ষক শিক্ষিকারা তাদের প্রশ্নের জবাব এই সাইটে আপলড করে দেবেন। লকডাউন চলাকালীন, ১৪ এপ্রিলের মধ্যে মোট কোর্সের ৩০ শতাংশ পড়ার কাজ শেষ করা যাবে বলে কলেজ কতৃপক্ষের বক্তব্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here