৩০ সেপ্টেম্বর থেকেই আলিপুর চিড়িয়াখানায় চালু হচ্ছে অ্যাপ মারফত ই-টিকিট বুকিং

0
68

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

পুজোর মরশুমে ছোটদের যে আর অপেক্ষা করতে হবে না, তা কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিল রাজ্য সরকার। ২রা অক্টোবর থেকে রাজ্যের সব চিড়িয়াখানা খুলে দেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। এবার তার জন্য ই-টিকিট বুকিংয়ের দিনও নির্দিষ্ট করে দিলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জানানো হয়েছে, আর মাত্র ৭ দিনের ব্যবধানে ৩০ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে আলিপুর চিড়িয়াখানায় প্রবেশের ই-টিকিট বুকিং।

zoo | newsfront.co
ফাইল চিত্র

প্রসঙ্গত, বুধবার থেকেই খুলে গিয়েছে রাজ্যের সমস্ত অভয়ারণ্য, জাতীয় উদ্যান, ইকো-টুরিজ্যম পার্ক। এবার চিড়িয়াখানা খোলার অপেক্ষা সকলেরই। প্রতিদিন ৫ হাজারের বেশি দর্শকের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। করোনার যাবতীয় গাইডলাইন মেনেই চিড়িয়াখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর।

আরও পড়ুনঃ লক্ষ্য বিধানসভা নির্বাচন! করোনা আবহেও বাংলায় প্রচুর কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিসকুমার সামন্ত জানালেন, বন দফতরের নির্দেশ অনুযায়ী, করোনা আবহে টিকিট বুকিং হবে পথ মোবাইল অ্যাপ বা অনলাইনে। তাই অ্যাপ মারফত টিকিট বুকিংয়ের প্রক্রিয়াটিতে অতিরিক্ত জোর দেওয়া হচ্ছে।

কিন্তু বুকিং পদ্ধতি কি ভাবে জানতে পারবেন দর্শকেরা? কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য আলিপুর চিড়িয়াখানার ফেসবুক পেজ থেকে সমস্ত তথ্য বিস্তারিত জানানো হবে। তাই সেখানে নজর রাখলেই চলবে।

আরও পড়ুনঃ ১৬ ডিসেম্বরের মধ্যেই মিটিয়ে দিতে হবে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ, নির্দেশ স্যাটের

দর্শক প্রবেশের জন্য দু’টি গেটেই ই-টিকিট স্ক্যান করালে ভিতরে প্রবেশের অনুমতি পাওয়া যাবে। দু’টি নির্দিষ্ট গেটে স্যানিটাইজিং টানেল বসানো হয়েছে। তবে থার্মাল স্ক্যানে আটকে গেলে ভিতরে প্রবেশ তো করা যাবেই না, এমনকি টিকিটের মূল্যও ফেরত দেওয়া হবে না। নিয়মাবলীতে এ কথার উল্লেখ থাকবে। চিড়িয়াখানার ভিতরে একটি মাস্ক কাউন্টারের পরিকল্পনাও করা হয়েছে। তাই আর অপেক্ষা না করে আগামী বুধবার থেকেই শুরু করে ফেলুন আলিপুর চিড়িয়াখানার ই-টিকিট বুকিং।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here