নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আগামী ৪৮ঘন্টা করোনা আক্রান্ত মৃতদেহ ছাড়া অন্য কোনো মৃতদেহ দাহ করা হবে না নিমতলা মহাশ্মশানে। শুধুমাত্র করোনায় মারা যাওয়া ব্যক্তির দেহই সৎকার করা হবে। পুরসভা সূত্রে খবর, নিমতলা শ্মশানের দুটি চুল্লি বিকল হওয়ার ফলেই এই সিদ্ধান্ত।
প্রসঙ্গত, সংক্রমন এড়াতে নিমতলা শ্মশানের মোট ১০টি বৈদ্যুতিক চুল্লির মধ্যে ৮টি তে শুধুমাত্র করোনা মৃতদেহ দাহ করা হয়। বাকি দুটি যারা করোনা আক্রান্ত নন তাদের জন্য। কিন্তু ওই দুটি চুল্লি বিকল হয়ে যাওয়ায় আপাতত সৎকার বন্ধ রাখা হচ্ছে।
আরও পড়ুনঃ সল্টলেকের পর এবার নেতাজি ইন্ডোরে গড়ে তোলা হল সেফ হোম
তবে কেউ যদি চান বৈদ্যুতিক চুল্লির পরিবর্তে কাঠে দাহ করতে তাতে কোনো বাধা নেই। আগামী মঙ্গলবার অর্থাৎ ১১মে থেকে আগের মত চলবে মৃতদেহ সৎকার, জানিয়েছে পুরসভা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584