নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মাত্র একজন মহিলা বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলছেন, সত্যিই চিন্তার বিষয়। কেন মহিলারা বিচার-ব্যবস্থায় আসতে চাইছেন না। এত বছর ধরে দেশের সর্বোচ্চ আদালত কেন এত কমসংখ্যক মহিলা বিচারপতি পেল! এসব প্রশ্নই যেন নতুন করে উঠে এল। সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি ইন্দু মালহোত্রা এদিন অবসর নেন। সেই অনুষ্ঠানে এসব প্রশ্ন উঠে আসে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়-এর বক্তৃতায়।
ইন্দু মালহোত্রা ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা আইনজীবী। তাঁকে সরাসরি বিচারক হিসাবে নিয়োগ করা হয়েছিল। ইন্দু মালহোত্রার অবসরের পর এখন সুপ্রিম কোর্টে মাত্র একজন মহিলা বিচারপতি থাকলেন। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে মাত্র একজনই মহিলা বিচারপতি, তিনি হলেন ইন্দিরা ব্যানার্জী। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি চন্দ্রচূড়।
আরও পড়ুনঃ নোটা-য় সর্বোচ্চ ভোট পড়লে নির্বাচন বাতিল প্রসঙ্গে কেন্দ্রের মত জানতে চায় সুপ্রিমকোর্ট
”বিচারব্যবস্থায় সমানুপাত থাকাটা জরুরি। পেশাদার আইনজীবী বা বিচারকের কাজটা কিন্তু সহজ নয়। নিরপেক্ষতা ও বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বজায় রাখা দায়িত্ব থাকে কাঁধে। আর তাই চূড়ান্ত পেশাদারিত্ব থাকতে হয়। ইন্দু মালহোত্রা সেই দায়িত্ব এত বছর ধরে পালন করেছেন। তবে কেন আগামী প্রজন্ম এই পেশার প্রতি আগ্রহ দেখাচ্ছে না, সেটাও দেখতে হবে।” বক্তব্য বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ের।
আরও পড়ুনঃ এনসিসি আইন কখনওই রূপান্তরকামীদের অধিকার খর্ব করতে পারে না, রায় আদালতের
২৭ এপ্রিল, ২০১৮-তে বিচারপতি হিসাবে দায়িত্ব নেন ইন্দু মালহোত্রা। সমকামীতা নিয়ে রায়, সবরীমালা মন্দির মামলায় বিচার তাঁর কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য মাইলফলক। এদিন ইন্দু মালহোত্রা বলেন, ”বিচারপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর বার রুমে উপস্থাপনাও একটি বড় দায়িত্ব। তাই যাঁরা এই পেশায় আসতে চান তাঁদের বলবো, বার রুমে একজন বিচারপতির ব্যক্তিত্ব, পোশাক-পরিচ্ছদ গুরুত্বপূর্ণ। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। কারণ একজন বিচারপতি আইকন। তাঁর দিকে অনেক মানুষের নজর থাকে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584