অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
টেস্ট ক্রিকেটে তিনি সর্বাধিক উইকেটের মালিক। তিনি হলেন শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরন। আর তিনি অস্ট্রেলিয়ার নাথান লিওঁ নয়, তার রেকর্ডের কাছাকাছি পৌঁছতে পারেন ভারতের রবিচন্দ্রন অশ্বিনই। মুরলী নিজের মুখেই সে কথা জানালেন।
তবে আধুনিক ক্রিকেটে বোলারদের কাজ যে অনেকটা কঠিন হয়ে গিয়েছে সেটা স্বীকার করে নেন মুরলি ৩৩ বছর বয়সী অজি স্পিনার ন্যাথান লিও ৯৯টি টেস্টে ৩৯৬টি উইকেট নিয়েছেন।
অন্যদিকে ৩৪ বছর বয়সী ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৭৪টি টেস্টে ৩৭৭টি উইকেট নিয়েছেন। এই দুই স্পিনারের মধ্যে মুরলীর বিশ্বরেকর্ডের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা দেখছেন শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার।
আরও পড়ুনঃ স্মিথদেরও আইপিএলে বিরাটদের মতো অবস্থা হয়েছিলঃ পেইন
এক সাক্ষাত্কারে মুরলীধরন বলেন, “অশ্বিনের সামনেই একমাত্র সুযোগ রয়েছে। ও খুব ভাল বোলার। এখন যারা খেলতে তাদের মধ্যে আর কেউ ৮০০ উইকেট পেতে পারে বলে তো মনে হয় না। ওর সম্ভবনা আছে।”
আরও পড়ুনঃ সিএবিতে অভিষেকের জন্মদিন উদযাপন
অস্ট্রেলিয়ার নাথান লিওঁ-র পক্ষে ৮০০ উইকেট নেওয়া কেন সম্ভব নয় তারও ব্যাখ্যা দিয়েছেন মুরলীধরন। এই প্রসঙ্গে তিনি বলেন, “ও (নাথান লিওঁ) মনে হয় না পারবে ৮০০ উইকেটের ধারে কাছে যেতে। ওর হাতে অতটা বিকল্প নেই। ৮০০ উইকেট পেতে অনেকগুলো ম্যাচ লাগবে। ও অতগুলো ম্যাচ খেলতে পারবে বলে মনে হয় না। আর অস্ট্রেলিয়ার উইকেট থেকে ভারতের উইকেট অনেক স্পিন সহায়ক এটা মাথায় রাখতে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584