ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
কেবলমাত্র দরিদ্ররাই বিনামূল্যে করোনা পরীক্ষা করতে পারবে বলে রায় পরিবর্তন করে কেন্দ্রকে জানাল সুপ্রিম কোর্ট।সোমবার সুপ্রিমকোর্ট তাদের রায় পরিবর্তন করে জানায় কেবল মাত্র দরিদ্ররা বিনা মূল্যে করোনা পরীক্ষা করার মত সুবিধা পাবে। তবে কারা এই আওতা ভুক্ত হবে তা কেন্দ্রকেই সিদ্ধান্ত নিতে হবে ।
গত সপ্তাহে দেশের শীর্ষ আদালত জানিয়েছিল দেশের সমস্ত মানুষের বিনা মূল্যে করোনা পরীক্ষা করাতে হবে।কিন্তু বিনামূল্যে করোনা পরীক্ষা করার ক্ষেত্রে বেসরকারি ল্যাবরেটরি গুলো তাদের অপারগতার কথা জানায়।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী ঘোষিত লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে, আগামীকাল ফের জাতির উদ্দেশ্যে ভাষণ
বেসরকারি ল্যাবরেটরি গুলো জানায় তাদের পক্ষে এই মুহূর্তে বিনামূল্যে এত বিপুলসংখ্যক পরীক্ষা করা সম্ভব নয় ।ইতিমধ্যে কেন্দ্র বেসরকারি ল্যাবরেটরি গুলোতে বিনামূল্যে করোনা পরীক্ষা করার জন্য ৪৫০০ টাকা ধার্য করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584