শ্যামল রায়,মন্তেশ্বরঃ
শনিবার মন্তেশ্বর ব্লকের বাগান গ্রাম পঞ্চায়েতের মালডাঙ্গা রাজেন্দ্রপ্রসাদ ইনস্টিটিউটে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের খেলাধুলার ও শরীরচর্চার জন্য একটি জিম সেন্টারের উদ্বোধন হলো। উদ্বোধন করেন স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব দত্ত। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র ও পরিচালনা কমিটির সভাপতি চিরঞ্জিত হাজরা সহ অনেকে।
রাজ্যের যুব দপ্তরের আর্থিক আনুকূল্যে এই জিম সেন্টারটি তৈরি হয়। সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব দত্ত জানিয়েছেন যে তিন লক্ষ কুড়ি হাজার টাকা ব্যয়ে এই সেন্টারটি তৈরি হয়েছে।
উদ্বোধনকালে সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব দত্ত জানিয়েছেন যে স্কুলে পঠন পাঠনের সাথে সাথে শরীরচর্চা খুবই জরুরী। বিবেকানন্দ একটা সময়ে আমাদের যুব সমাজ এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কাছে আবেদন রেখেছিলেন শরীর চর্চার জন্য। শরীর চর্চার গুরুত্ব অপরিসীম। তাই এই বিদ্যালয়ের জিম সেন্টারটি তৈরি হবার ফলে আগামী দিন ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি তাদের শারীরচর্চা করলে অনেকটাই রোগের হাত থেকে রেহাই পাওয়া যায় তিনি সকলের কাছে আবেদন রেখেছেন যে ছাত্রছাত্রীরা যাতে জিম সেন্টারের মধ্যে দিয়ে তাদের শারীর চর্চা বজায় রাখেন।
বিদ্যালয় এর প্রধান শিক্ষক শুভাশিস পাত্র জিম সেন্টারের জন্য যে ব্যবস্থা সরকার করে দিয়েছে তাতে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584