তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিপ্লবী সোস্যালওয়েলফেয়ার সোসাইটি’র ব্যবস্থাপনায় ষোল দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের খেলা রায়গঞ্জ বন্দর শ্মশানের মাঠে শনিবার শুরু হয়।ক্রিকেট খেলার শুভসূচনা করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। উদ্বোধক অমল আচার্য বলেন খেলাধুলার প্রসার যে প্রতিদিন ঘটছে তা খেলাধুলার প্রতিদিনের অনুষ্ঠান দেখলেই বোঝা যায়।আমরা ও আমাদের সরকার খেলাধুলার উন্নয়নে সব সময় পাশে আছি ও থাকবো।
রায়গঞ্জের পৌরপিতা সন্দীপ বিশ্বাস বলেন রায়গঞ্জ শহরকে বর্তমানে খেলার শহর বলা যেতেই পারে।কারন প্রতিদিন রায়গঞ্জ শহরের কোথাও না কোথাও বিভিন্ন ধরনের খেলা চলছে।রায়গঞ্জ পৌরসভা যে কোন ধরনের খেলোয়াড়দের সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি দেব কুমার দত্ত ও রায়গঞ্জ পৌর সভার কাউন্সিলর তপন দাস সহ বেশ কিছু কাউন্সিলারগন।ক্রিকেট খেলার শুরুতে ইটাহারের বিধায়ক অমল আচার্য ব্যাট ধরলে রায়গঞ্জ পৌরসভার পৌরপতি বল করে খেলার উদ্বোধন করেন।উদ্যোক্তারা জানান উত্তরবঙ্গ ভিত্তিক এই নকআউট ক্রিকেট খেলায় উত্তরবঙ্গের মোট ষোলটি ক্রিকেট দল অংশগ্রহণ করবে।আগামী ১১ই ডিসেম্বর এই নকআউট ক্রিকেট খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584