অর্জুনী দেশবন্ধু বিদ্যাপীঠের প্লাটিনাম জুবিলি পূর্তি উৎসবের উদ্বোধন

0
260

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর

opening of the Platinum Jubilee celebration of Arjuni Deshbandhu Vidyapith
নিজস্ব চিত্র
opening of the Platinum Jubilee celebration of Arjuni Deshbandhu Vidyapith
নিজস্ব চিত্র

রাজনৈতিক ব্যক্তি,মন্ত্রী হয়েও শিক্ষাঙ্গন রাজনীতি মুক্ত রাখার জন্য শিক্ষকদের বার্তা জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র।শনিবার প্লাটিনাম জুবিলি উৎসবে এসে এমনই বার্তা শিক্ষকদের।শনিবার থেকে শুরু হয়েছে অর্জুনী দেশবন্ধু বিদ্যাপীঠ এর ৭০ তম প্লাটিনাম জুবিলি উৎসব উদযাপন।তিন দিন ধরে চলা এই প্লাটিনাম জুবিলি উৎসবের সুচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ সাউ।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রথম দিনের অনুষ্ঠানের সুচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ড.সৌমেন মহাপাত্র।উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক প্রদ্যোৎ ঘোষ,মিহির চন্দ,বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলক কুমার ভট্টাচার্য,প্রাক্তন ছাত্র তথা বিশেষ আয়োজক তাপস মহাপাত্র।দ্বিতীয় পর্বের বিশেষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন সবং বিধানসভার বিধায়ক মানস রঞ্জন ভূঁঞ্যা।মন্ত্রী সৌমেন মহাপাত্রের হাত ধরে প্রকাশিত হয় বিশেষ সংখ্যা সৃজন এর।বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন-স্কুল কিভাবে মূল্যায়ন পায় সেক্ষেত্রে প্রাক্তনীদের ভুমিকা অনস্বীকার্য।এখন পড়াশুনার মানোন্নয়নের জন্য সরকারী ভাবে নানান সাহায্য সহযোগিতার আয়োজন করা হয়েছে।বিদ্যালয়ের পাশে পশ্চিমবঙ্গ সরকার আছে।যেকোন সাহায্য সহযোগিতায় বিদ্যালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সর্বোতভাবে সাহায্য সহযোগিতা করা হবে।
দ্বিতীয় পর্যায়ে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আলোচনা এবং সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এদিনের অনুষ্ঠান শেষ হয়।

opening of the Platinum Jubilee celebration of Arjuni Deshbandhu Vidyapith
নিজস্ব চিত্র

আরও পড়ুন: বুথ ভাগ করলেন অনুব্রত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here