নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
গত রবিবার পূর্ব বর্ধমান জেলার বড়শুলে দলীয় সভা করতে এসে বিজেপি নেতা জয় ব্যানার্জি বলেন, দেবশ্রী রায়কে দলে নেওয়া হলে বৈশাখী বন্দ্যোপাধ্যায় যদি দল ছেড়ে চলে যায় তাতে দলের কিছু আসে যায় না।
তারই পরিপ্রেক্ষিতে সোমবার সকালে বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সংসদ দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে নিমপুরা চা-পে চর্চার পরে বলেন, অনেকে অনেক কিছুই বলে। সবার মতামত থাকতে পারে পার্টি যেটার ডিসিশন নেবে ওটাই শেষ। আর সবার সব বলার অধিকারও নেই।
আরও পড়ুনঃ বিজেপি কর্মীদের মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
উল্লেখ্য, গত ১৪ আগস্ট দিল্লিতে বিজেপির সদর দপ্তরে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দোপাধ্যায় বিজেপিতে যোগদান করেন। এরপর দেবশ্রী রায়কে দেখে তীব্র আপত্তি জানায় শোভন।
তিনি শর্ত দেন, দেবশ্রী রায় যেদিন বিজেপিতে যোগদান করবে সেদিন শোভন চট্টোপাধ্যায়ের শেষ দিন হবে বিজেপিতে। তারই পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলার বড়শুলে দলীয় সভা করতে এসে বিজেপি নেতা জয় ব্যানার্জি এই বিস্ফোরক মন্তব্য করেন। জয় আরও, বলেন, দেবশ্রী রায় বড় অভিনেত্রী। গোটা বাংলার মানুষ তাঁকে ভালোবাসে, পছন্দ করেন, তারই পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ খড়গপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের চায়ের চর্চার এই কথা বলেন।
শোভন-বৈশাখী ও দেবশ্রীকে নিয়ে দলের অন্দরেই অসন্তোষ সৃষ্টি হয়েছে এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584