মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
রবিবার দিল্লির নয়ডায় বন্ধ হলো চিনের হ্যান্ডসেট প্রস্তুতকারক অপ্পো কারখানা। সম্প্রতি অপ্পো কারখানার ছ’জন কর্মচারীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। প্রকল্পের সমস্ত ৩,০০০ কর্মীর স্ক্রিনিংয়ের কাজ স্থগিত করেছে। তাঁদের রিপোর্ট পজিটিভ আসার পরই উৎপাদন ইউনিট বন্ধ করার সিদ্ধান্ত নেয় অপ্পো।
শুধু তাই নয়, মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থাটির তরফে জানানো হয়েছে যে, নয়ডার অপ্পো কারখানার তিন হাজার কর্মচারীর লালারস সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়েছে। তাঁদের রিপোর্ট এখনও এসে পৌঁছোয়নি। মে মাসের শুরুতেই কাজ শুরু হয়েছিল অপ্পোর এই কারখানায়।
আরও পড়ুনঃ করোনা আবহে দু’দিনের ভার্চ্যুয়াল অধিবেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার
লকডাউনের ফলে ২৫ মার্চ থেকে বন্ধ ছিল অপ্পোর উৎপাদন। কেন্দ্রীয় সরকার ছাড় দেওয়ার পর মে মাসের প্রথম সপ্তাহে স্যানিটাইজ করার পর কারখানার কাজ শুরু করে অপ্পো। কিন্তু তার মধ্যেই ঘটে যায় এই বিপত্তি। তাই কোনোরকম ঝুঁকি না নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আপাতত কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অপ্পো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584