ছন্দ কেটে ছড়ায় নিশানায় বিরোধীরা

0
443

শ্যামল রায়,নবদ্বীপঃ

Opponents out of track
নিজস্ব চিত্র

ভোটের দিন যত এগিয়ে আসছে ততই প্রচার অভিযান তুঙ্গে।সোমবারও নবদ্বীপ বিধানসভা এলাকায় শাসকদলের তরফ থেকেও লাগাতার প্রচার অভিযান যেমন চলছে তেমনি বিরোধী দল বিজেপি ও সিপিএম এর তরফ থেকেও জোর কদমে শুরু হয়ে গিয়েছে প্রচার অভিযান। যদিও কংগ্রেস দলের তরফ থেকে প্রচার অভিযান এখনও সেরকম একটা চোখে পড়েনি।

Opponents out of track
ছড়া কেটে প্রচারে দেওয়াল ভর্তি

তবে এবারের ভোটে ছন্দের মাধ্যমে বিভিন্ন দেওয়াল লিখন চোখে পড়ছে।নবদ্বীপ শহরের প্রফুল্ল নগর থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের এলাকায় এলাকায় বিভিন্ন ধরনের ছন্দের মাধ্যম দিয়ে ভোটারদের কাছে বিরোধীদের আক্রমণ করা হয়েছে।আবার সিপিএম ও বিজেপির তরফ থেকেও ছন্দের মধ্যে দিয়ে শাসক দলকে আক্রমন করা হয়েছে।

আরও পড়ুনঃ তমলুকে বিরোধীদের পাঁচ লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর

কন্যাশ্রী প্রকল্প নিয়ে ছন্দের মাধ্যম দিয়ে দেওয়াল লিখন হয়েছে,এছাড়াও বিজেপির নানাবিধ কর্মকাণ্ডকে নিয়ে ছন্দের মধ্যে দিয়ে দেওয়াল লিখন চোখে পড়ল নবদ্বীপ বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে।উল্টে ছন্দের মাধ্যমে দেওয়াল লিখেছে বিজেপি দল।ছন্দের মাধ্যমে দেওয়াল লিখন অনেক ভোটারদের কাছে এই মজার বিষয় হিসেবে ধরা পড়েছে।

Opponents out of track
নিজস্ব চিত্র

অনেক ভোটার বলছেন মজার মজার ছড়া দেখে ভীষণ ভালো লাগছে গোপাল ভাঁড়ের দেশ নদীয়া জেলা মহাপ্রভু চৈতন্যদেবের দেশ নবদ্বীপ তাই এই ধরনের ভোটের মুখে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ছন্দে প্রচার অভিযান দেওয়াল লিখনে চোখে পড়ায় ভালই লাগছে।গৌতম সাধক জানালেন যে ভোট হয়ে গেলেই সব শেষ কিন্তু তার আগে যে ধরনের বক্তব্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্টুন ছন্দের মাধ্যমে দেওয়াল লিখন সত্যিই মনকে ভরিয়ে দেয়।

Opponents out of track
নিজস্ব চিত্র

নবদ্বীপ বিধানসভার বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা অসুস্থ হলেও তার দলবল ইতিমধ্যেই প্রচার অভিযানে জোরকদমে নেমে পড়েছে।দায়িত্ব পালন করছেন অবধি পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা।রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রুপালি বিশ্বাস ইতিমধ্যেই নবদ্বীপ শহরে এসে প্রচার অভিযান সেরে ফেলেছেন।

তবে প্রার্থী নিয়ে অনেকের মধ্যেই নানান ধরনের প্রশ্ন উঠেছে তাই বিজেপির প্রার্থী মুকুট মণি অধিকারী জানিয়েছেন যে, নদীয়া জেলাতে দুটি লোকসভা আসনে জয়ী হচ্ছেন তাঁরা।মানুষ চাইছেন বিজেপিকে।

অন্যদিকে তৃণমূল দলের তরফ থেকে বলা হয়েছে যে নিশ্চিত ভাবে তাদের প্রার্থী রুপালি বিশ্বাস জয়ী হচ্ছেন।তাই ভোট প্রচার তুঙ্গে আর ছন্দ কেটে দেওয়াল লিখনে ভোটারদের নজর কাড়ছে।রাজনৈতিক মতান্তরের মধ্যেও কার্টুন ছন্দের দেওয়াল লিখন মানুষকে আনন্দ দিচ্ছে বলা চলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here