শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
বিভিন্ন সভায় প্রধানমন্ত্রী সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষা প্রয়োগ করছেন তার বিরুদ্ধে বিজেপির রাজ্য সভার সাংসদ রুপা গাঙ্গুলী দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন। এই সম্মেলনে তিনি অভিযোগ করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিকর ভাষা প্রয়োগ করে যাচ্ছেন। রুপাদেবী বলেন তিনি যে ভাষায় কথা বলছেন সেটা তার অভ্যস্থ ভাষা।সেই ভাষায় তিনি যদি কথা বলতে চান তাহলে তিনি তা তার ড্রয়িং রুমে বসে বলতে পারেন।কিন্তু তার ভাষা শুনে এই রাজ্যে মানুষের যে অবনতি হচ্ছে তা আমরা কখনই মেনে নেবো না।রুপা দেবী এও বলেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্ন দেখেছেন বলেও অভিযোগ তাদের।
তিনি অভিযোগ করেন যে, রাজ্য লাঠি নিয়ে বেড়িয়ে মার দাঙ্গা করে ভোট করাতে হয় সেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার আশা করেন।আজ রুপা গাঙ্গুলীর সাংবাদিক সম্মেলনের ছত্রে ছত্রে ছিলো রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা।এই বার তৃণমূল কংগ্রেস রুপা গাঙ্গুলির এই সমালোচনার জবাবে কি বলে সেটার দিকেই নজর রেখেছে রাজনৈতিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584