নয়া শিক্ষানীতিতে আপত্তি জানিয়ে বিশেষ ৬ সদস্যের কমিটি গঠন রাজ্যের

0
81

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ফাইনাল পরীক্ষা নিয়ে কেন্দ্রের সাথে রাজ্যের সংঘাতের আবহ তৈরি ছিল আগেই। সোমবার দুপুরে বেহালায় রাখী বন্ধন উৎসবে যোগ দিতে এসে সেখান থেকেই কেন্দ্রের শিক্ষানীতিতে রাজ্যের আপত্তির কথা জানিয়ে এ বিষয়ে পর্যালোচনার জন্য একটি ৬ সদস্যের কমিটিও গঠন করার কথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেইসঙ্গে তাঁর অভিযোগ, রাজ্যের আপত্তি উপেক্ষা করে, কোনওরকম আলোচনা না করেই নতুন নীতি প্রকাশ করা হয়েছে, যা কাঙ্খিত ছিল না।

Partha Chattarjee | newsfront.co
ফাইল চিত্র

এ দিনের অনুষ্ঠানে পার্থ বলেন, ‘নয়া শিক্ষানীতি নিয়ে আমাদের বেশ কিছু আপত্তির কথা আমরা লিখিত আকারে জানিয়েছিলাম। শিক্ষানীতি চালু করতে গেলে আগে অনেক কিছু করতে হবে। পাঁচ বছরে এই শিক্ষানীতি চালু করা সম্ভব নয়। হঠাৎ করে এই ভাবে জাতীয় শিক্ষানীতি চালু করা যায় না। সব প্রশ্নের সহজ উত্তর চাই। তবেই সব কিছু করা সম্ভব।”

সূত্রের খবর, শিক্ষামন্ত্রীর তৈরি বিশেষজ্ঞ কমিটিতে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার, সব্যসাচী বসুরায় চৌধুরী নৃসিংপ্রসাদ ভাদুড়ি, সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার, অধ্যাপক সৌগত রায় ও সুরঞ্জন দাস। এঁরা আগামী ১৫ আগস্টের মধ্যে নতুন শিক্ষানীতি পর্যালোচনা করে শিক্ষা দফতরে রিপোর্ট পেশ করবেন।

আরও পড়ুনঃ আর্থিক সামর্থ্য অনুযায়ী আগস্ট থেকে রেশনের পরিমাণ জানতে স্লাইডে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ

সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্যের শিক্ষাদপ্তর কেন্দ্রের কাছে ফের চিঠি পাঠিয়ে নিজেদের আপত্তির কথা জানাতে পারে বলে খবর। ওয়াকিবহাল মহলের একাংশের বক্তব্য, আসলে নতুন শিক্ষানীতি প্রণয়ন করতে হলে এ রাজ্যে পরিকাঠামোগত কী কী সমস্যা হতে পারে, তা নিয়েই বিশ্লেষণ করবে বিশেষজ্ঞ কমিটি।

আরও পড়ুনঃ রাম মন্দিরের সঙ্গে লকডাউনের কোনও সম্পর্ক নেইঃ ফিরহাদ হাকিম

উল্লেখ্য, মোদি সরকারের নয়া জাতীয় শিক্ষানীতির বিরোধিতায় এদিন সরব হয়েছে তামিলনাড়ুও। তবে দ্রাবিড়ভূমের মূল আপত্তি ‘হিন্দি আগ্রাসনে’র বিরুদ্ধে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী ই কে পলানীস্বামী আজ সকালে জানিয়ে দিয়েছেন, নয়া জাতীয় শিক্ষানীতিতে যে ‘তিন ভাষা ফর্মুলা’র কথা বলা হয়েছে, তা মেনে নেওয়ার প্রশ্নই নেই। তাঁর কথায়, ”তিন ভাষার এই ফর্মুলা দুঃখজনক ও বেদনাদায়ক। প্রয়াত আন্নাদুরাই, এম জি রামচন্দ্রন এবং জয়ললিতার আদর্শ অনুসরণ করে আমরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানাব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here