নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
পাকিস্তানের সমস্ত বড় বিরোধী দলের নতুন জোট তৈরি হলো, প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবি তুলে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি এই জোটের। সবকটি বড় বিরোধী দলের জোট মিলে একটি অল পার্টিস কনফারেন্সও করা হয়।
এই বিরোধী জোটে সামিল পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ), জমিয়ত উলেমা-এ-ইসলাম (ফজল) এবং অন্যান্য আরো ছোট দলগুলি। এই জোটের পক্ষ থেকে ২৬টি রেজোলিউশন নেওয়া হয়েছে।
অল পার্টিস কনফারেন্সের পরে, সাংবাদিক সম্মেলন করে ২৬টি রেজোলিউশন পড়ে শোনান জমিয়ত-উলেমা-এ-ইসলাম(ফজল) এর প্রধান মৌলানা ফজল উর রহমান এবং জানান এই বিরোধী দলগুলির জোট সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী অক্টোবর মাস থেকে পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট নামে দেশজুড়ে আন্দোলনে নামবেন তাঁরা, পাকিস্তান তেহরিক ই ইনসাফ সরকারের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ ১৪টি সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে বিজিবি-বিএসএফ সম্মেলন সমাপ্ত
এই বিরোধী জোট কোন সংসদীয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না আর। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে তাঁদের আন্দোলনে সামিল হওয়ার আহবান জানিয়েছেন তাঁরা। আন্দোলনের প্রথম পর্যায় অক্টোবর মাসে, চারটি রাজ্যে যৌথ র্যালি করে সরকার বিরোধী আন্দোলন শুরু করবেন তাঁরা।
আরও পড়ুনঃ কৃষি বিল বিরোধী প্রতিবাদকে ‘সন্ত্রাসবাদী’ আন্দোলন বলে উল্লেখ কঙ্গনার
দ্বিতীয় পর্যায় ডিসেম্বর মাসে, বিরোধীদের একাধিক মহামিছিল দেশ জুড়ে। জানুয়ারি মাসে চুড়ান্ত পর্যায়, ইসলামাবাদের উদ্দেশ্যে ‘লং মার্চ’, পিটিআই সরকারের পদত্যাগের দাবিতে।
ইতিমধ্যে, যেকোন সংসদীয় প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে সরকার বিরোধিতার শুরু হবে এই পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্টের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584