সংসদে কৃষি আইন নিয়ে আলোচনার প্রস্তাব খারিজ, প্রতিবাদে ওয়াক আউট বিরোধীদের

0
65

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

government house | newsfront.co
ফাইল চিত্র

এদিন সংসদের উচ্চকক্ষে অধিবেশন শুরু হতেই কৃষি আইন নিয়ে আলোচনা দাবি করে বিরোধীরা। সরকারপক্ষের তরফে সেই দাবি খারিজ করে দেওয়া হলে হট্টগোল শুরু করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, বাম দলগুলি। সংসদের ২৬৭ ধারায় কৃষি আইনে আলোচনার জন্য প্রস্তাব পাঠান বিরোধীরা। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু সেই প্রস্তাব খারিজ করলে প্রতিবাদ উচ্চকক্ষ থেকে ওয়াক আউট করেন বিরোধী দলের সাংসদরা।

এভাবে দফায় দফায় অধিবেশন ব্যাহত হলে আগামিকাল সকাল ৯টা পর্যন্ত মুলতুবি হয় অধিবেশন।

এদিন রাজ্যসভা শুরু হলেও, চেয়ারম্যান বলেন, “আমি ২৬৭ ধারায় কৃষি আইনে আলোচনা চেয়ে প্রস্তাব পেয়েছি। কিন্তু রাষ্ট্রপতির ভাষণের ওপর সেই আলোচনা পরবর্তী সময়ে তোলা যেতে পারে। এটি যেহেতু বাজেট বক্তৃতার ওপর আলোচনা তাই এই প্রস্তাব খারিজ করা হল।“

আরও পড়ুনঃ জ্বালানিতে কৃষি সেস, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির দাবি ওড়াল কেন্দ্র

অন্যদিকে, দিল্লিগামী কৃষকদের আটকাতে মরিয়া কেন্দ্র। হরিয়ানা-দিল্লির টিকরি সীমান্তে রাতারাতি রাস্তার উপর ঢালাই করে ২ হাজার ধারালো পেরেক বসানো হল। রোহতক রোডের ধারে এই পেরেক দিয়ে কৃষকদের ট্রাক্টর আটকাতে চাইছে পুলিশ-প্রশাসন। হরিয়ানার দিক থেকে আসা কৃষকরা যাতে এগোতে না পারে সে কারণেই এই ব্যবস্থা নিয়েছে প্রশাসন। যার জেরে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছে সরকার। ভাইরাল হয়ে গিয়েছে রাস্তার উপর পেরেকের ছবি।

আরও পড়ুনঃ কেন্দ্রের নির্দেশে কৃষক আন্দোলনের সমর্থক টুইটার সাসপেন্ড

টিকরি সীমান্তকে কার্যত দুর্গে পরিণত করেছে পুলিশ। কাঁটাতার দিয়ে ব্যারিকেড করে তারপর সিমেন্টের ব্লক বসানো হয়েছে। যাতে আন্দোলনকারীরা কোনওভাবে সেটা পেরিয়ে না যেতে পারেন। আন্তর্জাতিক সীমান্তের কায়দায় কাঁটাতার বসানো হয়েছে। প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় তাণ্ডবের পর কোনও ঝুঁকি নিতে চাইছে পুলিশ। কোনওভাবেই কৃষকদের এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কেন্দ্র। কাঁটাতার, সিমেন্ট বোল্ডার, পেরেক দিয়ে রাস্তা মুড়ে বাধা সৃষ্টি করা হয়েছে কৃষকদের জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here