সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
পুনরায় ভিন রাজ্য কাজ করতে গিয়ে বিপত্তি।সরকারি হস্তক্ষেপের সাহায্য প্রত্যাশী নিকট আত্মীয়রা।
কলকাতায় নাকি সমস্ত পরিচয়পত্র জাল হয় এই অজুহাত দেখিয়ে পরিচয়পত্র দেখানো সত্ত্বেও বাংলাদেশি তকমা নিয়ে পুলিশের জালে দক্ষিন সুন্দরবনে শতাধিক পরিবার।শুধু গ্রেফতারই করেনি তাদের উপর রীতিমতো শারিরীক নিগ্রহ হচ্ছে বলেও দাবী নিকট আত্মীয়দের।
ঘটনার প্রকাশ এই যে,সুন্দরবনের ঢোলাহাট এলাকার অনেক বাসিন্দায় দীর্ঘ দিন ধরে ব্যাঙ্গালোরের কাটগুড়িতে রুটিরুজির টানে গিয়ে থাকেন।কেউ ফেরি করেন কেউ পরিযায়ী শ্রমিকের কাজ করেনক কেউবা কাগজ কুড়িয়ে দিন গুজরান করেন।আয়ের টাকা বাড়িতেও পাঠান।কিন্তু হঠাৎই গত পরশুদিন কাটাগুড়ি থানার পুলিশ তাদের অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী বলে হানা দেয়।বাড়ি ভাঙচুর করে।অভিযুক্তরা পুলিশকে তাদের স্থায়ী পরিচয় পত্র দেখাতে গেলে ব্যাঙ্গালোর পুলিশ তা নস্যাৎ করে দেয় এই বলে যে,কলকাতায় সব পরিচয়পত্র নকল হয়।তাই অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছে ছন্নছাড়া হয়ে।সুন্দরবনের প্রান্তিক এলাকায় বসে দুঃশ্চিন্তায় নিকট জনেরা।
পেটের দায়ে রুজির টানে নিজের দেশেই অনুপ্রবেশকারী তকমা থেকে রক্ষা পেতে এ রাজ্যের প্রশাসনের সাহায্য প্রার্থী পরিবারের লোকজন।শুধু এই এলাকায় নয় উত্তর ২৪ পরগনার হাসনাবাদ,হাওড়ার বেলুনির কিছু ব্যক্তিও পুলিশের জালে আটকে।কিন্তু এই ঘটনায় রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।সমস্যা থেকে মুক্তির আশায় দিন গুনছে প্রান্তিক পরিবারের কাছের মানুষগুলি।
আরও পড়ুনঃ বৈষ্ণবনগরে ধৃত এক বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584