হাওড়া রেল স্টেশন কুকুরের উপদ্রপ

0
94

শ্যামল রায়,কলকাতাঃ

হাওড়া রেল স্টেশন একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন।কিন্তু প্রতিদিন দেখা যায় যে রেলস্টেশনের মুখ্য টিকিট ঘরের সামনে অবাধ বিচরণ করে বেড়াচ্ছে কুকুর,তাই অবাধ কুকুরের বিচরণ এ আতঙ্কিত যাত্রীরা।অভিযোগ কুকুরগুলো এতটাই মারাত্মক যে মাঝে মধ্যেই যাত্রীদের কামড়ে দেয়।অনেকেই রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কাজের কাজ কিছু হচ্ছে না।শনিবার এই দৃশ্য মুখ্য টিকিট ঘরের সামনে দেখা গেল।এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াতে দেখা গেল বেশ কয়েকটি কুকুরকে।

নিজস্ব চিত্র

কুকুরের বাড়বাড়ন্ত দেখে যাত্রীরা ভয় পাচ্ছেন। কখন যেন কামড়ে দেয় তাদের।আবার ঐ স্টেশনে থাকা কয়েকজন মহিলাকে দেখা গেল কুকুরের জন্য খাবার ও এনে দিচ্ছে।
অথচ একটা জনবহুল রেল স্টেশনে এই ধরনের কুকুরের অবাধ বিচরণ এ যাত্রীরা ক্ষোভে ফুঁসছেন।অনেক সময় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।এই হাওড়া রেল স্টেশনে নিরাপত্তারক্ষীদের খুব কম চোখে পড়ে।তাই নিরাপত্তার ঢেলে সাজানোর কথা ও বলেছেন যাত্রীরা।উৎসবের মরসুমে নিরাপত্তারক্ষীদের ব্যাপক সতর্ক নজরদারি বাড়ানোর উপর জোর দেয়া হয়েছে বলে রেল সূত্রে খবর।তাই যাত্রীদের দাবি অনতিবিলম্বে রেলস্টেশনে অবাধ কুকুরের ঘোরাফেরা বন্ধ হোক ব্যবস্থা নিক রেল দপ্তর।

আরও পড়ুনঃ বনদপ্তরের অভিযানে একটি প্যাঙ্গোলিন সহ ৩২ কেজি গাঁজা উদ্ধার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here