নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
ছিল রুমাল হয়ে গেল বিড়াল! হ্যাঁ, কলকাতার বাসিন্দা সুতীর্থ দাস এর সঙ্গে তো এবার এমনটাই হল। করোনা পরিস্থিতিতে দোকানে যাওয়া মুশকিল, তাই পড়বেন বলে গত সপ্তাহেই অনলাইনে অর্ডার দিয়েছিলেন ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’ বইটি। কিন্তু হাতে পেলেন ‘ভগবত গীতা’! একদম তাই। বাড়িতে বইটি ডেলিভারি হওয়ার পর প্যাকেট খুলতেই দেখলেন ১৪০ টাকার ‘দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো’র বদলে তাঁর কাছে এসেছে একশো কুড়ি পাতার ইংরাজিতে লেখা ‘ভগবত গীতা’।
ডিসকাউন্ট দামে পাওয়ায় গত বুধবার ই-কমার্স সাইটে ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’ বইটির সন্ধান পাওয়া মাত্রই বইটি অর্ডার করে দেন সুতীর্থবাবু। করোনা আবহে হাতে-হাতে লেনদেন থেকে দূরে থাকতে কার্ডে টাকাও পেমেন্ট করে দিয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে মেসেজ আসে, ১২ কিংবা ১৩ জুন অর্ডার ডেলিভারি হবে। শনিবার সকালে ফের এসএমএস পান যে সেদিনই তিনি বইটি হাতে পাবেন। ‘কথা রাখে’ সংস্থা। সন্ধেয় চলে আসে বই। কিন্তু প্যাকেট খুলতেই চক্ষু চড়ক গাছ। বাড়িতে ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’র পরিবর্তে এল ‘ভগবত গীতা’।
এরপরই তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বইটির ছবি পোস্ট করে গোটা ঘটনার কথা জানান সুতীর্থবাবু। ফেসবুকে নিজের প্রোফাইলে তিনি লেখেন, “প্রথমেই বলি, সম্পূর্ণ লেখাটা পড়ে তারপরই ছবিগুলো দেখবেন, তাহলেই সবচেয়ে ভাল উপভোগ করবেন। যাকে বলে, হেব্বি রগড় হবে! ক্রোনোলজিটা বুঝুন।” এরপর একে একে পুরো ঘটনাটির বিবরণ দেন তিনি।
যে ছবিগুলি সুতীর্থবাবু পোস্ট করেছেন তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, তাঁকে যে মেসেজ পাঠানো হয়েছিল তাতে উল্লেখ ছিল, কমিউনিস্ট ম্যানিফেস্টোর। এমনকী ইনভয়েস ডিটেলেও ওই বইয়ের নামটির উল্লেখ ছিল। অথচ প্যাকেট খুলে অন্য বই হাতে পান সুতীর্থবাবু। কলকাতার বাসিন্দা সুতীর্থ দাসের এই ফেসবুক পোস্টটি পড়ে বহু মানুষই তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই কমেন্ট সেকশনে ব্যঙ্গ করেও নানা কথা লেখেন। সবই তো হল।
আরও পড়ুনঃ করোনা নিয়ে বিভ্রান্তিতে মেডিক্যালে ডায়ালিসিস ছাড়াই এক সপ্তাহ ধরে পড়ে রয়েছেন মুমূর্ষু রোগী
এবার কী করবেন সুতীর্থবাবু? বইটি ফেরৎ দিয়ে দেবেন নাকি সুতীর্থবাবুর বাড়িতে কোরান, বাইবেলের পাশে স্থান হবে ‘ভগবত গীতা’রও? নাহ্। ‘ভগবত গীতা’ ফেরৎ দেননি সুতীর্থবাবু। বরং শ্রীকৃষ্ণের আশীর্বাদ মনে করে কোরান, বাইবেলের পাশেই রাখেন ভগবত গীতাকে। পরে ফের আবার ‘দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো’ বইটি অর্ডার দেন তিনি। এবারেও বাড়িতে বই ডেলিভারি হল ঠিকই কিন্তু ইংরেজি নয় এবার হিন্দিতে আগমন ঘটল কমিউনিস্ট ম্যানিফেস্টোর। সুতীর্থবাবু অর্ডার দিয়েছিলেন ইংরেজি ভার্সন বইটি কিন্তু এল হিন্দি ভার্সনে। বারবার এহেন ভুল বই আসায় সুতীর্থবাবু ধৈর্য্য হরালেন। এবার এই ঘটনার প্রতিকার চেয়ে অভিযোগ জানালেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584