নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরতদের ধর্মঘট করার অধিকার নিষিদ্ধ করে অর্ডিন্যান্স জারি করলো কেন্দ্র। সরসারি প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরত ব্যক্তি ছাড়াও প্রতিরক্ষা ক্ষেত্রের যন্ত্রপাতি উৎপাদক সংস্থা, সেগুলির পরিষেবা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে যুক্ত কর্মীরা সকলেই এই অর্ডিন্যান্সের আওতায় পড়বেন।
The Essential Defence Services Ordinance 2021 comes in the backdrop of the announcement by major federations of the OFB to go on indefinite #strike from the later part of next month in protest against the government’s decision to corporatise the OFB.https://t.co/sgsfybFhBN
— The Hindu (@the_hindu) July 1, 2021
জুলাই মাসের শেষের দিকে অনির্দিষ্ট কালের ধর্মঘটের কথা ঘোষণা করে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড। কেন্দ্র অর্ডিন্যান্স ফ্যাক্টরির কর্পোরেটাইজেশনের কথা ঘোষণা করার পরেই অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত জানায় অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড। তার পরিপ্রেক্ষিতেই মোদি সরকারের এই অর্ডিন্যান্স জারি বলে ধারণা ওয়াকিবহাল মহলের। বুধবার এক গেজেট নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরতরা ধর্মঘট করতে পারবেন না। ধর্মঘট করলে তাঁদের ক্ষেত্রে ১ বছর পর্যন্ত সাজা, জরিমানা অথবা দুইই হতে পারে। অন্যদিকে ধর্মঘটে উস্কানি দেওয়ার ক্ষেত্রে ২ বছর পর্যন্ত সাজা হতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584