জন্মদিনের পার্টির তিন দিন পর করোনায় মৃত আয়োজক, নিমন্ত্রিত

0
108

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। সম্প্রতি ষষ্ঠ দফার লকডাউনে আনলক-২ শুরু হলেও পঞ্চম দফাতেই শুরু হয়ে গেছিল আনলক-১ পর্ব। এই পর্বে বেশ কিছু বিধিনিষেধ শিথিল করে কেন্দ্র। ধর্মীয় স্থান, শপিং মল, রেস্তরাঁ সবই খুলে যায় আনলক-১-এই।

corona affected | newsfront.co
প্রতীকী চিত্র

কোনো অনুষ্ঠান করার ক্ষেত্রেও ছিল কিছু নিয়ম। করোনা সংক্রমণ রুখতে ঘরোয়াভাবে অনুষ্ঠান সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল সরকার। কিন্তু লকডাউন বিধি অমান্য করে দুই সপ্তাহ আগেই জাঁকজমক করে জন্মদিন পালন করেন হায়দ্রাবাদের এক গয়না ব্যবসায়ী।

আরও পড়ুনঃ টোটো বিস্ফোরণের তদন্তে মালদহে এল ফরেন্সিক বিশেষজ্ঞরা

এই জন্মদিনের পার্টিতে আত্মীয়-স্বজনদের আমন্ত্রণ করে ভুরিভোজও করান তিনি। এরপরই করোনা সংক্রমণে মৃত্যু হয় ওই ৬৩ বছর বয়েসি গয়না ব্যবসায়ীর।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় পার্টিতে নিমন্ত্রিত আরও এক গয়না ব্যবসায়ীর। ওই পার্টিতে উপস্থিত তেলাঙ্গনার এক রাজনীতিক-সহ আরও ১২ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তেলাঙ্গনা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক সূত্রে খবর, করোনা আক্রান্তদের হায়দ্রাবাদ শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলেছে।

আরও পড়ুনঃ সামসেরগঞ্জে একই পরিবারের ৫ জন করোনা আক্রান্ত

জানা গিয়েছে, হায়দ্রাবাদের হিমায়ৎ নগরের বাসিন্দা ওই ব্যবসায়ী প্রায়ই এইধরণের জমকালো পার্টি দিতেন। দু’সপ্তাহ আগের ওই জন্মদিনের পার্টিতে তিনি মোট ১৫০ জনকে নিমন্ত্রণ করেন। নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন গয়না ব্যবসার সঙ্গে জড়িত বেশ কয়েক জন এবং কিছু রাজনৈতিক নেতা। পার্টির তিন দিন পরে আয়োজকের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।

করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। তিন দিন পরে তাঁর মৃত্যু হয়। পার্টিতে আমন্ত্রিত আরও এক স্বর্ণ ব্যবসায়ীর দেহে করোনা সংক্রমণ মিললে তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু গত শুক্রবার তাঁরও মৃত্যু হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here