সোশ্যাল মিডিয়ায় প্রচার করেই রক্তদান শিবিরের আয়োজন

0
85

রাহুল রায়,পূর্ব বর্ধমান:

২রা মে ২০১৯ কাটোয়া পূর্ব বর্ধমান Facebook Page-এর ২ দুই বৎসর পূর্তি উদযাপন করার জন্য ও জন্মদিন উপলক্ষে CHESTA KATWA গ্রুপের উদ্যোগে কাটোয়া হেমরাজ ব্লাড ব্যাঙ্কে রক্ত সঙ্কট-এর কারণেই ফেসবুকেই(সোশ্যাল মিডিয়ায়) আবেদন করা হয়েছিল, যে ‘২ মে সকাল আটটায় কাটোয়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে একটি রক্তদান শিবিরের আয়োজন করব।ইচ্ছুকরা শিবিরে যোগাযোগ করুন।

Organizing blood donation camp
রক্তদান।নিজস্ব চিত্র

আপনার দান করা রক্তেই হয়তো কারও জীবন বাঁচবে।’ এই আবেদন করেছিলেন এই পেজের অ্যাডমিন জাভেদ হাসান-এর নিজস্ব ফেসবুক একাউন্টের প্রোফাইল থেকেই। ফেসবুকেই আবেদন করাতে সাড়া মিললো ২০ জন রক্তদাতার।আর এই দিন ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হতে প্রায় ১০ টা বেজে যায়।তার অনেক আগে থেকেই রক্তদাতারা ব্লাড ব্যাংকে এসে হাজির হয়ে যান।জানা যায় এই দিন মোট ২০জন রক্তদাতার মধ্যে ১৩ জনই কলেজ পড়ুয়া ছাত্রী(মহিলা) রক্তদান করেন।আর বাকী ৭ জনের মধ্যে কেউ কলেজ পড়ুয়া,কেউ আবার কলেজে পড়ার পাশাপাশি অনেক ধরনের সমাজসেবা মূলক কাজ করে থাকেন।
শুধু রক্তদান নয় রক্তদানের পরেও রক্তদাতাদের রক্তদানে উৎসাহিত করতে এবং পরিবেশ দূষণ রক্ষার বার্তা দিতে রক্তদাতাদের গাছ লাগানোর পরামর্শ দেন ও প্রত্যেক রক্তদাতার হাতে মেহগিনী গাছের চারা তুলে দেন আয়োজকদের তরফ থেকে।

Organizing blood donation camp
উপহার।নিজস্ব চিত্র

ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকলেজ পড়ুয়াদের এই ধরনের অভিনব উদ্যোগে সাধুবাদ জানান।তাঁরা বলেছেন “আশা করি এত কম বয়সী কলেজ পড়ুয়াদের এই অভিনব উদ্যোগ দেখে আরো মানুষ রক্তদান করতে এগিয়ে আসবেন”
এইদিন শিবিরে কাটোয়া কলেজের প্রাক্তন ছাত্র শুভম দত্ত উপস্থিত ছিলেন।তিনিও জানিয়েছেন কাটোয়া ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটানোর জন্যই কলেজ পড়ুয়ারা এই উদ্যোগ নিয়েছেন।

আরও পড়ুনঃ পিরহানা নয়,সাধারণ মাছের আজব কাণ্ড

তিনি আরো বলেছেন, যাবেদ, তানিয়া, অনুসূয়া, তিতির, যারা যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের এই উদ্যোগ আর চিন্তাধারাকে যথেষ্ট সম্মান জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here