স্কুলে ওআরএস বিতরণ

0
80

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

ors distribution at school

গ্রীষ্মের দাবদাহ থেকে রেহাই পেতে আজ গোয়ালতোড়ের ধামচা ছাগুলিয়া সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ে সব ছাত্র ছাত্রীদের ওআরএস বিলি করা হয়।কেওয়াকোল(গোয়ালতোড়) হাসপাতালের সহায়তায় এই অভিনব কর্মসূচি নেওয়া হয়।স্কুলের দর্শনের শিক্ষক এ ব্যাপারে এগিয়ে আসেন ; এই গরমে ছাত্রছাত্রীদের যাতে ক্লাস করতে গিয়ে ডিহাইড্রেশন জনিত সমস্যা না হয়,তাই এই উদ্যোগ।

ors distribution at school
কচি কাঁচাদের হাতে ও এর এস । নিজস্ব চিত্র

এর ফলে স্কুলের ছাত্রছাত্রী অরিজিৎ পাত্র,ঋক দে, দোয়েল পাত্র,তুষার পাল,পার্শিপহা মাণ্ডিরা বলে, “দর্শনের শিক্ষক বিপ্লব মাহাত স‍্যার সর্বদাই আমাদের সহায়তায় এই ধরণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন এবং আমরা তার সুফল পাই।”

আরও পড়ুনঃ ভোটারদের চপ মুড়ি বিতরণের অভিযোগ

ors distribution at school
নিজস্ব চিত্র

বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক জয়দীপ ফৌজদার বলেন, “এই ধরনের বিভিন্ন উদ্যোগ আমরা বিভিন্ন সময় নিয়ে থাকি, এতে আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হন;আর এই ধরনের উদ্যোগ বিপ্লব বাবুর জন‍্যই সফল হয় সেই সঙ্গে ধন্যবাদ কেওয়াকোল(গোয়ালতোড়) হাসপাতালকে।” স্কুলের এমন উদ্যোগ দেখে পার্শ্ববর্তী অন্যান্য স্কুল গুলিও অনুপ্রাণিত হবে বলে মত কর্তৃপক্ষের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here