সিনেমা তৈরীর জন্য নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করেছেন অস্কার জয়ী গুনীত মোঙ্গা

0
53

ওয়েবডেস্কঃ

স্বপ্ন পূরণের অনেক নাম, আর স্বপ্ন পূরণ করতে মানুষ কিনা করে থাকেন! সফল মানুষদের জীবন কাহিনী পড়লে আমরা জানতে পারি তাদের সফলতার কাহিনী অনেক করুন । সফল হলে যতটা ভালো লাগে সেই সফলতা আনতে গেলে তার পিছনে যে ত্যাগ গুলো থাকে তা যথেষ্ট কঠিন ।

ভারতীয় সমাজে ঋতুচক্রকে নিয়ে চলা প্রচলিত কুসংস্কার এর উপর তৈরি শর্ট ফিল্ম ‘পিরিওড: এন্ড অফ সেন্টেন্স’ এর জন্য অস্কার জয়ের পরে গুনীত মোঙ্গা জানিয়েছেন তাঁর দীর্ঘ পরিশ্রম এই অস্কার প্রাপ্তির মাধ্যমে স্বীকৃতি ।

গুনীত মোঙ্গা সিনেমা তৈরীর জন্য তার বাড়ি পর্যন্ত বিক্রি করেছিলেন ।এমনকি সোশ্যাল মিডিয়ায় আবেদন করে টাকা জোগাড় করেছেন বহুবার । এ প্রসঙ্গে তিনি জানান “আমরা প্রত্যেকটা সিনেমার জন্য পৃথকভাবে টাকা জোগাড় করতাম। আমাদের পদ্ধতিটা ছিল যে ভাবেই হোক টাকা জোগাড় করতেই হবে। আমরা ফেসবুকের মাধ্যমে ‘হারামখোরের ‘ প্রায় দেড় কোটি টাকা তুলেছিলাম। কারণ আজকাল আর ঐতিহ্যবাহী পদ্ধতিতে টাকা যোগাড় করা যায় না।”
তিনি আরও জানান “বৃষ্টির সময়ে শুটিংয়ের খরচ চালানোর জন্য আমি নিজের বাড়ি বিক্রি করে দিয়েছিলাম। ওটাই আমার একমাত্র বাড়ি ছিল। যদিও এটা হয়তো খানিকটা পাগলামো।”

উল্লেখ্য,‘দ্য লাঞ্চবক্স’, ‘মাসান’, ‘হারামখোর’ প্রভৃতি সিনেমা তৈরির সাথে এই অস্কার জয়ী গুনীত মোঙ্গার নাম জড়িয়ে আছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here