সুদীপ পাল, বর্ধমানঃ
এলাকার মানুষের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল তৃণমূলের পঞ্চায়েত সদস্য রবীন্দ্র যাদবের বিরুদ্ধে। সেই পঞ্চায়েত সদস্যকে প্রকাশ্যে কড়া ভর্ৎসনা করে পঞ্চায়েতে ঢোকা বন্ধ করে দিল দল।
তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলেন, পাণ্ডবেশ্বর ব্লকের ছোড়া পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রবীন্দ্র যাদবকে আগামী তিন মাস পঞ্চায়েতে ঢুকতে পারবেন না। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দশমীর দিন ছোড়া ৭/৯ নং কোলিয়ারির পুজো মণ্ডপের সামনে স্থানীয় বাসিন্দাদের সাথে অশালীন আচরণ করেন। পুজো কমিটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয় দলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে গত পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন চলাকালীন সাংবাদিকদের মারধর করার অভিযোগ উঠেছিল।
পুজো কমিটির সম্পাদক আশীষ ঘোষ বলেন, কোনো কারণ ছাড়াই কমিটির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন তিনি। দর্শণার্থীদের হেনস্থা করার অভিযোগও তিনি করেন।
জেলা সভাপতি জিতেন্দ্রবাবু হরিপুরে একটি দলীয় সভায় যোগ দিতে আসেন।অভিযোগকারীর পূজা মন্ডপে গিয়ে তিনি পুজো কমিটি ও স্থানীয় মানুষের সামনে রবীন্দ্র যাদবকে তীব্র ভর্ৎসনা করে সবার কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন।
আরও পড়ুনঃ তোলাবাজদের বিরুদ্ধে জমছে ক্ষোভ, বৃহত্তর আন্দোলনের পথে ট্রাক চালকরা
তিনি বলেন, তিন মাস পঞ্চায়েত সদস্যকে পঞ্চায়েতে যেতে নিষেধ করা হয়েছে। তিন মাসের মধ্যে নিজেকে শুধরাতে না পারলে আরও কড়া শাস্তি দেয়া হবে বলে তিনি হুশিয়ারি দেন তিনি। বিধায়কের এই পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা খুশি হয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584