নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা ভাইরাসের সঙ্কটে জেরবার জনজীবন। সংক্রামিত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে আসছে বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই দুর্গাপুজোর শুভ সূচনা হবে।
ইতিমধ্যেই কলকাতার বেশ কয়েকটি সার্বজনীনে দুর্গোৎসবের উদ্বোধন হয়ে গিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সর্বসাধারণকে প্রতিমা দর্শনের অনুমতিও দেওয়া হয়েছে। কিন্তু ইচ্ছে থাকলেই যে উপায় হয়, তা দেখিয়ে দিল সন্তোষ মিত্র স্কোয়ার। করোনা আবহে দুর্গাপুজোর সময়ে ভিড় নিয়ে চিন্তিত পুলিশ-প্রশাসন থেকে উদ্যোক্তারা।
কীভাবে দর্শনার্থীর ভীড় সামাল দেবেন তা নিয়ে চিন্তায় যখন মাথার চুল ছিঁড়ছে অন্য পুজোকমিটিগুলি। ঠিক সেই সময়ে দাঁড়িয়েই পথ দেখাল মধ্য কলকাতার এই অন্যতম অভিজাত পুজো কমিটি। ৮৫ বছরে এই প্রথম দর্শক বিহীন পুজো করার সিদ্ধান্ত নিয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীনের উদ্যোক্তারা।
আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ার চাপে কলকাতা মেডিক্যাল কলেজে পা রাখতে পারলেন না মা দুর্গা
এই বৈপ্লবিক সিদ্ধান্তের উদ্দেশ্য, মহামারী যাতে অতিমারীর দিকে না যায়, তাই শুধু পল্লিবাসীদের জন্য খোলা থাকবে প্যাণ্ডেল। বাইরে থেকে আসা দর্শনার্থীদের প্যান্ডেলে প্রবেশ পুরোপুরি নিষেধ। সব দিকের গেট বন্ধ থাকবে। সংক্রমণ রুখতে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার জানালেন উদ্যোক্তারা।
কলকাতার হেভিওয়েট পুজোর মধ্যে অন্যতম হল লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। গতবছর সোনার প্রতিমা গড়ে তাক লাগিয়ে দিয়েছিলেন উদ্যোক্তারা। কিন্তু এবার পরিস্থিতি আলাদা।
আরও পড়ুনঃ উৎসবের মরশুমে যাত্রীচাপ বাড়ায় আগামী সোমবার থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টায়
পুজোর সাধারণ সম্পাদক সজল ঘোষ জানিয়েছেন, “এই সিদ্ধান্ত যে কঠিন এবং হৃদয়বিদারক, তা আমরা জানি। কিন্তু মানুষের জীবনের থেকে উৎসবের মূল্য কখনও বেশি হতে পারে না বলে বিশ্বাস করি আমরা। পুজোর দিনগুলিতে আচার-রীতি মেনে পূজার্চনা হবে। পল্লিবাসীবৃন্দ তাতে অংশ নেবেন। কিন্তু বাইরের কোনও দর্শনার্থী প্যান্ডেলে ঢুকতে পারবেন না। এবার ভার্চুয়ালি ঠাকুর দেখবেন পুজোপ্রেমীরা।”
তিনি আরও জানিয়েছেন যে, “সরকার যেভাবে মারাত্মক মহামারীর বিরুদ্ধে লড়াই করছে আমরা আশা করব অন্যান্য পুজো কমিটিগুলিও আমাদের সিদ্ধান্তের শরিক হবেন। আপনারা ও সাধারণ মানুষও আমাদের পাশে থাকবেন।” এমন সাহসী ও ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়ার জন্য উদ্যোক্তাদের কুর্নিশ জানাচ্ছেন অনেকে।
এবছর লেবতলা পার্কের পুজোর প্রস্তুতি ছিল তুঙ্গে। সবকিছুই সারা হয়ে গিয়েছিল। প্যান্ডেলের কাজ প্রায় সম্পূর্ণ। প্রতিমাও চলে আসত কয়েকদিনের মধ্যে। কিন্তু রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তা দেখে আর ঝুঁকি নিতে চাননি উদ্যোক্তারা। বিপুল ক্ষতি হলেও কিছু করার নেই।
উদ্যোক্তাদের মতে মানুষের প্রাণের মূল্য আগে। তাই এবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো হবে দর্শকহীন। এমনকী, স্পনসরদের টাকাও ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের এহেন সিদ্ধান্ত সব মহলেই প্রশংসিত হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584