ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
রাজ্যব্যাপী কম করে ৩২০ জন পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন তামিলনাড়ুতে। তারমধ্যে ২৭৬ জনই রাজধানী চেন্নাইয়ে।
সংবাদ সংস্থা দ্য হিন্দুকে এক উচ্চপদস্থ পুলিশ অফিসার জানান, “অন্যান্য জেলার তুলনায় চেন্নাইয়ে কভিড১৯ পজিটিভের সংখ্যা অপেক্ষাকৃত অনেক বেশি। এরমধ্যে পুলিশকর্মীরাও রয়েছেন।করোনা প্রাদুর্ভাব রুখতে এই পুলিশকর্মীরা শনাক্ত সহ বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন। এদের মধ্যে কিছু জন আবার করোনা সংক্রান্ত কোন ডিউটিতেই ছিলেন না।”
যে সমস্ত পুলিশ কর্মীদের করোনার লক্ষণ দেখা গেছে তাদের নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি যাদের করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে অথচ করোনা লক্ষণ দেখা গেছে তাদের আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আরও পড়ুন:২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্ত আরও ১১৫, মৃত্যু বেড়ে ১৬০
পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র চেন্নাইয়ে ২৭৬ জন পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও ২২ জন অগ্নিনির্বাপক কর্মী,৬ জন হোম গার্ড ও ১ জন মন্ত্রীদের রক্ষী সহ মোট ৩০৬ উর্দিধারী করোনা আক্রান্ত হয়েছেন।বাকি আক্রান্ত পুলিশকর্মীরা তামিলনাডুুর অন্যান্য জেলার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584