ইন্দো-রাশিয়া যৌথ উদ্যোগে উত্তরপ্রদেশে প্রতিরক্ষায় ব্যবহার্য রাইফেল নির্মাণে অনুমোদন কেন্দ্রের

0
63

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

বিগত কয়েক বছর ধরেই প্রতিরক্ষা ক্ষেত্রকে শক্তিশালী করতে বাড়তি উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। অত্যাধুনিক অস্ত্রের জন্য এতকাল বন্ধু দেশ গুলির উপরেই নির্ভর করতে হত ভারতকে। তবে সব ক্ষেত্রেই ‘আত্মনির্ভর ভারত’ -এর লক্ষ্যে এগোতে চাইছে সরকার। তারই অঙ্গ হিসেবে দেশীয় প্রযুক্তি ও দেশে অস্ত্র তৈরির বিষয়ে জোর দিচ্ছে কেন্দ্র।

Rifle
ভারতে তৈরি রাইফেল ব্যবহার হবে ইনসাসের পরিবর্তে, ছবিঃ ইন্ডিয়া টুডে

এবার উত্তর প্রদেশের অমেঠির কোরওয়াতে একে-২০৩ রাইফেল (AK-203 assault rifles) উৎপাদনের পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে রাশিয়ার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এখানে এই রাইফেল গুলি নির্মিত হবে। দীর্ঘদিন ধরেই প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়া ও ভারত একসঙ্গে কাজ করছে। জানা গিয়েছে, ভারত ও রাশিয়ার এই যৌথ উদ্যোগের নাম দেওয়া হয়েছে ইন্দো-রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড (Indo-Russian Rifles Private Ltd)।

আরও পড়ুনঃ শ্রীলঙ্কার নাগরিকের গণপিটুনিতে খুন ও জ্বালিয়ে দেওয়া পাকিস্তানের “লজ্জার দিন”, মন্তব্য ইমরানের

জানা গিয়েছে, প্রচলিত ইনসাস রাইফেলের পরিবর্তে ব্যবহার করা হবে 7.62 X 39 মিমি ক্যালিবার একে-২০৩ রাইফেল সেগুলি তৈরি হবে এদেশে। এই রাইফেল নির্মাণ শুরু হলে শুধুমাত্র প্রতিরক্ষা ক্ষেত্রই নয়, পাশাপাশি মজবুত হবে অন্য ব্যবসাও। এই রাইফেল নির্মাণে প্রয়োজনীয় কাঁচামাল যোগান দেওয়ার ক্ষেত্রে চাহিদা বাড়বে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের। ফলে বাড়বে কর্ম সংস্থানও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here