তানজানিয়ায় ফেরি ডুবে মৃতের সংখ্যা ইতিমধ্যে শতাধিক নিউজ সংস্থা বিবিসি সূত্রে জানা গেছে।
এখনো প্রায় শতাধিক লোক নিখোঁজ। ফেরিটিতে ৩০০ এর অধিক লোক সংখ্যা ছিল বলে অনুমান করা হচ্ছে। গত বৃহস্পতিবার ‘এমভি নাইরেরে’ নামক এই ফেরিটি ডুবে যায় ভিক্টোরিয়া লেকে। প্রাথমিক অবস্থায় ৩৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় এবং ওইদিনই প্রায় ৪০ জনের মৃতদেহ উদ্ধার হয়। তারপর আলোর অভাবে উদ্ধার কার্য স্থগিত রাখা হয়। শুক্রবার আবার উদ্ধার কাজ শুরু হলে মৃতের সংখ্যা ১০০ ছাড়ায়।
উল্লেখ্য, তানজানিয়ায় এই ঘটনা নতুন নয়।১৯৯৬ সালে ফেরি ডোবার ঘটনায় প্রায় ৫০০ লোকের মৃত্যু হয়। তারপর ২০১২ সালে প্রায় ১৪৫ জনের মৃত্যু হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584