৩ কোটিরও বেশি মানুষ এসেছেন ‘দুয়ারে সরকার’ শিবিরে, সাফল্যে উচ্ছ্বসিত মমতা

0
53

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

দ্বিতীয় পর্যায়ের ‘দুয়ারে সরকার’ শিবিরে ১৬ আগস্ট থেকে এখনও পর্যন্ত ৩ কোটিরও বেশি মানুষ এসেছেন ও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছেন, টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিবিরগুলির সাফল্যে উচ্ছসিত মুখ্যমন্ত্রী এই টুইটে রাজ্য সরকারি আধিকারিকদের শুভেচ্ছাও জানিয়েছেন।

Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌজন্যেঃ এনডিটিভি

২০২১ বিধানসভা ভোটের আগে ‘দুয়ারে সরকার’-এর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, জয় জহর, ১০০ দিনের কাজ, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র দান, শিক্ষাশ্রী সহ মোট ১০টি প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই সব প্রকল্পগুলির সুবিধা পেতে মানুষকে বিভিন্ন সরকারি অফিসে যেতে হবে না, সরকার পৌঁছাবে মানুষের কাছে- এই ছিল ‘দুয়ারে সরকার’ এর লক্ষ্য। এই লক্ষ্যেই গ্রামীণ ও পুরসভা এলাকায় শিবির করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ ভবানীপুরে মনোনয়ন জমা দিলেন তৃনমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়

মাত্র কয়েকদিনের মধ্যে ব্যাপক সাফল্য পেয়েছিল ‘দুয়ারে সরকার’ শিবির। তৃতীয়বার ক্ষমতায় ফিরতে ‘দুয়ারে সরকার’-এর ভুমিকা অনস্বীকার্য। তৃতীয় বার বিপুল জয় পাওয়ার পরে আবার দ্বিতীয় পর্যায়ের ‘দুয়ারে সরকার’ শিবিরের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে এবারের তারকা প্রকল্প ছিল ‘লক্ষ্মীর ভান্ডার’।

আরও পড়ুনঃ আগরতলায় তৃনমূলের শক্তি প্রদর্শন! আগামী বুধবার বিপ্লবের গড়ে মিছিল করবেন অভিষেক

এবারের শিবিরের সাফল্যে উচ্ছসিত মুখ্যমন্ত্রী। এদিন সকালে একটি টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, “১৬ আগস্ট থেকে ৩ কোটিরও বেশি মানুষ ‘দুয়ারে সরকার’ শিবিরে এসেছেন। আমি অত্যন্ত খুশি। এই উদ্যোগকে সফল করার জন্য রাজ্য সরকারের সমস্ত কর্মী-আধিকারিকদের শুভেচ্ছা জানাই। বাংলার মানুষকেও জানাই ধন্যবাদ। কারণ, তাঁরা ক্যাম্পে এসে সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here